রাজবাড়ীতে ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাগমারায় এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিউর রহমান জানান, সকালে নারকেলবোঝাই একটি ট্রাক রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিল। সকাল ৬টার দিকে ট্রাকটি বাগমারা এলাকায় পৌঁছে রাজবাড়ী অভিমুখী একটি ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। পরে রাস্তার পাশেই উল্টে যায় ট্রাকটি। ট্রাকের চাপায় ওই ভ্যানটির চালক সামাদ বেপারী (৪৫) ও যাত্রী আবদুর রহিম (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত দুজনেই বাগমারা গ্রামের বাসিন্দা।
ট্রাক উল্টে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রাকটির নিচ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করা হলেও এ ঘটনার পর থেকে এর চালক পলাতক।
নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান বদিউর রহমান।