ইউরো কাপের শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি পর্তুগালের। কিন্তু এরই মধ্যে বড় আছাড় খেলো তারা। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে লজ্জা পেলো ইউরো চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে তাদের ২-০ গোলে হারালো সুইজারল্যান্ড। অন্যদিকে ইউরো কাপের ফাইনালিস্ট ফ্রান্সও শুরুতেই হোঁচট খেয়েছে। তাদের গোলশূন্য রুখে দিয়েছে বেলারুশ। ফ্রান্সের বিপক্ষে ইউরো কাপের ফাইনালে ইনজুরিতে পড়েন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ছিলেন না রিয়াল মাদ্রিদের এ উইঙ্গার। আর পর্তুগালের দায়িত্ব নিয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ হারলেন কোচ ফারনানদো সান্তোস। ২০১৪ সালের সেপ্টেম্বরে তিনি দলটির দায়িত্ব নেন। এরপর প্রতিযোগিতামূলক ১৪ ম্যাচে হারেননি তিনি। ইউরো বাছাইপর্বে ৭ ও মূলপর্বে ৭ ম্যাচ ছিলেন অপরাজিত। সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠের দাপট বেশি ছিল পর্তুগালের। প্রতিপক্ষের গোলমুখে পর্তুগালের খেলোয়াড়রা এদিন ২৭টি শট নেন। কিন্তু এরমধ্যে অনটার্গেটে ছিল মাত্র ৪টি। অন্যদিকে সুইস খেলোয়াড়রা গোলমুখে ৮ শট নিয়ে দু’টিতেই গোল পান। বাসেলের মাঠে এদিন ম্যাচের ২৩ মিনিটে স্বাগতিক সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ব্রিল এমবোলো। আর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আদমির মেহমাদি। পর্তুগালের এই হারের জন্য কাঠগড়ায় তাদের ফরোয়ার্ডরা। বারবার সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৮২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার নানির একটি ভুল ছিল অমার্জনীয়। রিকার্ডো কারেসমার দারুণ একটি ক্রস গোলবারের একেবারে সামনে থেকেও তিনি কাজে লাগাতে পারেননি। ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়েছে লাটভিয়া। আর ফারো আইল্যান্ড ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বাছাইপর্বের ফল (ইউরোপ) ‘এ’ গ্রুপ বেলারুশ ০-০ ফ্রান্স বুলগেরিয়া ৪-৩ লুক্সেমবার্গ সুইডেন ১-১ নেদারল্যান্ডস ‘বি’ গ্রুপ অ্যান্ডোরা ০-১ লাটভিয়া ফারো আইল্যান্ড ০-০ হাঙ্গেরি সুইজারল্যান্ড ২-০ পর্তুগাল ‘এইচ’ গ্রুপ বসনিয়া ৫-০ এস্তোনিয়া সাইপ্রাস ০-৩ বেলজিয়াম জিব্রাল্টার ১-৪ গ্রিস
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.