প্রকৌশলীদের প্রতি ‘কোড অব এথিক্স’ অনুসরণের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। আজ (৭ মে, ২০১৬) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে প্রতিষ্ঠানটির ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এসময় রাষ্ট্রপতি বলেন,“আমি প্রকৌশলীদের ‘কোড অব এথিক্স’ অনুসরণের আহ্বান জানাই। কারণ ‘এথিক্স’ থেকে বিচ্যুত হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, গোটা দেশের ক্ষতি হয়।প্রকৌশলীদের জনগণের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
আপনারা প্রকৌশলী, উন্নয়নের মূল কারিগর। মনে রাখতে হবে আপনাদেরকে আজকের অবস্থানে পৌঁছে দিতে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন এ দেশের সাধারণ মানুষ। তাদের ট্যাক্সের টাকাই আপনাদের লেখাপড়ার খরচ জুগিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিদান দেওয়ার।” এছাড়াও প্রকৌশলীদের ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি।তিনি বলেন,“আগামী ৫০ বা ১০০ বছরে জনসংখ্যার চাহিদা ও চাপ মাথায় রেখে ভবন নির্মাণের পরিকল্পনা করতে হবে।”প্রকৌশলীদের মেধা, মনন ও সৃষ্টিশীলতায় সরকার ঘোষিত দিন বদলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
সম্প্রতি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারেরও সমালোচনা করেন রাষ্ট্রপতি।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইবির প্রেসিডেন্ট কবির আহমেদ ভূঞা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর, আইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মেসবাহুর রহমান প্রমূখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.