বাংলাদেশে প্রথমবারের মতো ‘কাস্টমার সল্যুশন ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন অ্যাক্সপিরিয়েন্স সেন্টার’ (সিএসআইসি) স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি (আইসিটি) সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের কাজ করবে ওই কেন্দ্র।
আজ শনিবার রাজধানীর গুলশানে ‘হুয়াওয়ে বাংলাদেশ সিএসআইসি সেন্টারে’র উদ্বোধন করা হয়। হুয়াওয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাবিশ্বে হুয়াওয়ের ২০টি সিএসআইসি চালু আছে এবং আরো ৩০টি সিএসআইসি স্থাপনের কাজ চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্বের বেশ কয়েকটি উন্নত ও উন্নয়শীল দেশে অবস্থিত হুয়াওয়েতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আইসিটি ও টেলিকমবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর অফিসের কমার্শিয়াল কাউন্সিলর লিঙ্গুয়ানজুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি সল্যুশনস এবং অ্যাপ্লিকেশন রিয়েল টাইমে পরীক্ষা-নিরীক্ষা, নকশা এবং যথার্থতা প্রমাণ করার উদ্দেশ্যে গ্লোবাল নেটওয়ার্কে সংযুক্ত পেশাদার ও অভিনব স্টেট-অব-দ্যা-আর্ট অভিজ্ঞতা নেওয়ার ল্যাবই হচ্ছে সিএসআইসি। হুয়াওয়ের গ্রাহক এবং গবেষণা ও উন্নয়ন ল্যাবের তৈরি করা ফোরকে ভিডিও, আইওটি, ন্যাশনাল ব্রডব্যান্ড অ্যান্ড মোবাইল ব্রডব্যান্ডসহ ১২০টিরও বেশি গ্লোবাল রেফারেন্স বা সহায়ক অ্যাপ্লিকেশন ও সেবা পাওয়া যাবে নতুন প্রতিষ্ঠিত এই সিএসআইসিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসআইসিতে পাওয়া যাবে বিশ্বসেরা আইসিটি চর্চা, ধারণা আদান-প্রদান ও বিজনেস সল্যুশন ইনোভেশন এবং আইসিটির ক্ষেত্রে যথার্থ প্রযুক্তিগত পদ্ধতির উন্নয়ন সম্পর্কে ধারণা। এ ছাড়া নিরাপদ নগরায়ণ এবং হুয়াওয়ের পি নাইন ও মেট এইটসহ অন্যান্য স্মার্টফোন পণ্য এবং এন্টারপ্রাইজ বিজনেস সল্যুশনসের অভিজ্ঞতা নেওয়া যাবে সিএসআইসিতে।
বাংলাদেশের আইসিটি বাজার এবং ডিজিটাল অর্থনীতি হুয়াওয়ের জন্য ব্যাপক অর্থবহ। নতুন প্রযুক্তি উদ্ভাবণে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে সহায়তা করবে সিএসআইসি। এ ক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পূর্ণ সহায়তা পাচ্ছে হুয়াওয়ে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.