যেমন নতুন কম্পিউটার মানেই প্রসেসরটা একটু শক্তিশালী, র্যাম এক গিগাবাইট বেশি, নতুন গ্রাফিকস প্রসেসর নতুন কোন কোন গেম সমর্থন করছে কিংবা দেখতে কতটা চমকপ্রদ, তার একটা তুলনামূলক আলোচনা চলত। সে চিত্র এখন পাল্টেছে। এখন সবার এক প্রশ্ন, নতুন কী? এই প্রশ্নের উত্তর যে প্রতিষ্ঠান যত চমৎকারভাবে উপস্থাপন করতে পারে, ব্যবহারকারীদের ঝোঁক সেদিকেই বেশি থাকে।
এক দিনের ব্যবধানে নতুন কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল ও মাইক্রোসফট। প্রতিষ্ঠান দুটির কম্পিউটারগুলোর যন্ত্রাংশ আলাদা হলেও একই শ্রেণির গ্রাহক, বিশেষ করে পেশাদার মানুষকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। বিজ্ঞাপন, বিপণনেও সেই একই বার্তা। প্রতিদ্বন্দ্বী দুটি প্রতিষ্ঠানের প্রতিযোগিতা ছাপিয়ে আরেক বার্তা এখন সবার মুখে মুখে—পার্সোন্যাল কম্পিউটারের দিন ফুরিয়ে যায়নি।
দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল প্রায় সমসাময়িক। পেছনে ফিরে দেখতে চাইলে প্রায় একই দৈর্ঘ্যের চিত্র ভাসবে চোখের সামনে। সেখানে কম্পিউটার তৈরিতে অ্যাপলের যতটা পারদর্শিতা, মাইক্রোসফটের কিন্তু তা নেই। তবু প্রথম ডেস্কটপ কম্পিউটার হিসেবে সারফেস স্টুডিও যে পরিপক্বতার পরিচয় দিয়েছে, তাতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা প্রশংসার দাবিদার।
অ্যাপল আর মাইক্রোসফট তাদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ প্রকাশ করেছে। ২৬ অক্টোবর দীর্ঘস্থায়ী ব্যাটারির সারফেস বুক আই৭ দেখিয়েছে মাইক্রোসফট। পরদিন নতুন ম্যাকবুক প্রো ছেড়েছে অ্যাপল। নতুন ম্যাকবুক প্রোতে নতুনত্ব বলতে ফাংশন কি সরিয়ে ভার্চ্যুয়াল বোতামের সমন্বয়ে টাচ বার যোগ করা হয়েছে। চলমান সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের প্রয়োজন অনুযায়ী নতুন বোতাম দেখাবে সেখানে। সঙ্গে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি যোগ করা হয়েছে। দুটি ল্যাপটপের মধ্যে তুলনা চলে না। ম্যাকবুক প্রোর মতো সুবিধা নেই সারফেস বুক আই৭-এ। কিন্তু যে আশা নিয়ে অ্যাপলপ্রেমীরা চার বছর অপেক্ষা করেছে, তা কি পূরণ করতে পেরেছে অ্যাপল?
‘নতুন ম্যাকবুক প্রো এখন পর্যন্ত আমাদের বানানো সর্বশ্রেষ্ঠ ম্যাকবুক। এবং এখন পর্যন্ত তৈরি হওয়া সর্বশ্রেষ্ঠ নোটবুক।’ এই দুটি বাক্য দিয়েই কথা শেষ করেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তাঁর কথায় সত্যতা হয়তো আছে। কিন্তু প্রতিষ্ঠান বিবেচনায় আনলে এবং পরপর দুই দিনে দুটি অনুষ্ঠানের কথা মাথায় আনলে অ্যাপল কিছুটা পিছিয়েই পড়ছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.