তাঁর হাত ধরেই পশ্চিমবঙ্গে বাংলা টেলি সিরিয়ালের বাঁক এসেছিল। তিনি রবি ওঝা। তাঁরই তৈরি সিরিয়াল ’এক আকাশের নীচে’ বাংলা টেলি সিরিয়ালের সংজ্ঞাই বদলে দিয়েছিল। দীর্ঘ অসুস্থতার পর গত মঙ্গলবার বোর তিনটে নাগাদ মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পরিচালক রবি ওঝা। তাঁর তৈরি প্রতিবিম্ব, খেলা, ওগো বধু সুন্দরী, বৌ কথা কও সিরিয়ালগুলোর হাত ধরে একঝাঁক নতুন প্রতিভার আত্মপ্রকাশ ঘটেছিল। আজ তাঁরা সকলেই প্রতিষ্ঠিত। ’আবার আসিব ফিরে’নামে তৈরি করেছেন একটি বাংলা ছবিও। । জাতীয় টেলিভিশনে সৈয়দ আখতার মির্জার নুক্কড় সিরিয়ালের সহ পরিচালক হিসাবে কেরিয়ারের শুরু। সেলিম লংড়ে পে মাত রো, রাজু বন গয়া জেন্টলম্যান ছবিতেও সহ পরিচালক হিসাবে কাজ করেছেন। তাঁর হাত ধরেই অভিনয়ের কেরিয়ারে হাঁটতে শিখেছিলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আমাকে আজীবন ‘পাখি’ বলে ডাকতেন। আমি এখনও অনেক জায়গায় গেলে লোকে ‘এক আকাশের নীচে’র চরিত্রের নামে ‘পাখি’ বলে ডাকে। আমি তখন কলেজে পড়ি। চৈতিদি আমার মা হয়েছিল ওখানে। সেটে কোনওদিন গ্লিসারিন লাগত না আমাদের। চৈতিদির চোখে জল মানে আমারও চোখে জল চলে আসত। এই ম্যাজিকটা সম্ভব হয়েছিল রবিদারই জন্য। এই জেনারশনের সবাই যে করে খাচ্ছে সেটা ওই মানুষটার জন্য। সিরিয়াল ইন্ডাস্ট্রি চলছে রবি ওঝার জন্য। জানি না, পরে অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন। তবে আমি এমন ভাবেই ভাবি। বলা ভাল এটাই বিশ্বাস করি।