২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধ্বের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবারের মুদ্রানীতিতেও আগের মতো সতর্ক নীতিভঙ্গী অপরিবর্তিত রাখা হয়েছে।
এতে ব্যক্তিখাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৫ ও অভ্যন্তরীণ খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মুদ্রানীতিতে মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয়েছে ৫.৮। জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশের বেশি হতে পারে।
রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সকাল সাড়ে ১১টায় মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরি, এস এম মনিরুজ্জামান এবং বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা, নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপকগণ।
এবারের মুদ্রানীতিকেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সতর্ক মুদ্রানীতি বলা হচ্ছে। এক্ষেত্রে ৩ ধরনের চাপ বিবেচনায় নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ঋণপ্রবাহ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং পুঁজিবাজারে ভারসাম্য বজায় রাখা।