ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সিন্ডিকেট সভায় অনুমোদন করা হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ক্লাস ছুটি হবে আগামী ৭ জুন থেকে। ঈদ শেষে ক্লাস খুলবে ১৬ জুলাই। তবে অফিস বন্ধ থাকবে ৩ থেকে ১১ জুলাই পর্যন্ত।
এ ছাড়া ২০১৬ সালে ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ১৫ সেপ্টেম্বর, দুর্গাপূজা (বিজয়া দশমী), মহররম (আশুরা) ও লক্ষ্মীপূজা ১৫ অক্টোবর, বিশ্ববিদ্যালয় শোক দিবস ও শরৎকালীন ছুটি উপলক্ষে ৯ থেকে ২০ অক্টোবর, ঈদে মিলাদুন্নবী (সা.), শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, যিশুখ্রিস্টের জন্মদিবস ও শীতকালীন ছুটি উপলক্ষে ১২ থেকে ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে।
২০১৭ সালে গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর উপলক্ষে ১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
এ ছাড়া এই শিক্ষাবর্ষে মোট ক্লাস বন্ধ থাকবে ১২৮ দিন এবং অফিস বন্ধ থাকবে ৩৫ দিন। সভায় সরকার কর্তৃক কোনো নির্দিষ্ট দিন ছুটি বলে ঘোষণা করা হলে অথবা সরকার কর্তৃক ঘোষিত কোনো দিনের ছুটি বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় তালিকাভুক্ত হওয়ার পর তা পুনরায় সরকার কর্তৃক বাতিল করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃক ওই দিন ছুটি বলে বা ছুটি বাতিল বলে গণ্য করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।