ওমর সানি। দীর্ঘদিন ধরেই রুপালী পর্দায় সফলতার সঙ্গে কাজ করছেন। সেসঙ্গে ছোট পর্দার নাটক, টেলিফিল্ম আর বিজ্ঞাপনচিত্রেও। এ সময়ে টিভি খুললেই তার মডেল হওয়া নতুন একটি বিজ্ঞাপনচিত্র চোখে পড়ছে। পরিবারের একটি মানুষকে দেখে সবাই আতঙ্কে থাকে। তাকে কিছু বললেই তিনি হয়তো রেগে যাবেন জানার পরও সবাই তার কাছে একটি করে আবদার শুরু করে। তবে একটি চেয়ারে বসার পর তার অভিব্যক্তির পরিবর্তন দেখা যায়। এটি রিগ্যাল ফার্ণিচারের একটি বিজ্ঞাপনের গল্প। আর এ গল্পে চেয়ারের মানুষটি হচ্ছেন ওমর সানি। ভিন্ন ধরনের এ কাজটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সাকিব ফাহাদ। সানি বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরমধ্যে শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘লাল সবুজের সুর’ ও বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবি দুটি। দুটি ছবিতেই তার বিপরীতে অভিনয় করেছেন রেসি। এছাড়া বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিৎ’ নামেও একটি ছবির প্রথম ধাপের কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন মৌসুমী। এ ছবিগুলো নিয়ে সানি বলেন, প্রতিটি ছবিতে আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শক দেখতে পাবেন। ‘লাল সবুজের সুর’ সরকারি অনুদানের ছবি। ১৬ই ডিসেম্বর এটি মুক্তি দেবার কথা রয়েছে। এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। সবচেয়ে ভালো লেগেছে যে, যুদ্ধের সময় আমি অনেক ছোট ছিলাম। দেশের জন্য কিছু করা সম্ভব ছিল না। বড় হয়ে ছবিটি করতে গিয়ে মনে হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসের ছবিতে কাজ করে এর স্বাক্ষী হিসেবে হয়তো থাকতে পারলাম। আমি একজন কমান্ডারের চরিত্রে অভিনয় করেছি। আর ‘শূন্য’ ছবিতে অভিনয় করেছি কমিশনারের চরিত্রে। ‘হারজিৎ’ এর কাজ আবারও শুরু হবে। এ ছবিটির গল্প পারিবারিক। আশা করি, এ কাজগুলো সবার পছন্দ হবে। ‘চাঁদের আলো’ নামে সুপারহিট ছবি দিয়ে রুপালী পর্দায় কাজ শুরু করা এই অভিনেতা ‘এই নিয়ে সংসার’, ‘মহৎ’, ‘বাংলার বধু’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘দোলা’, ‘চরম আঘাত’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘প্রিয় তুমি’, ‘আত্ম অহংকার’, ‘কাল পুরুষ’, ‘প্রেমের অহংকার’, ‘গরীবের রানী’, ‘সুখের স্বর্গ’, ‘কুলি’, ‘রঙ্গিন নয়নমনি’সহ ১০০ এর বেশি সুপারহিট ছবিতে টানা নায়ক হিসেবে অভিনয় করেন। এরপর ২০০৩ সালে বেছে নেন এক চ্যালেঞ্জিং পথ। খলনায়ক হিসেবে নতুন লুকে বড়পর্দায় আসেন তিনি। উত্তম আকাশের ‘ওরা দালাল’, এফ আই মানিকের ‘বিদ্রোহী সালাহউদ্দিন’, শাহীন সুমনের ‘নষ্ট’, মালেক আফসারীর ‘জেল থেকে বলছি’, ইলিয়াস কাঞ্চনের ‘বাবা আমার বাবা’ ছবিগুলোতে দর্শকরা নতুন এক সানীকে আবিস্কার করেন। এরপর আবারও বিরতি। বর্তমানে গল্প বুঝে বেছে কাজ করছেন এ অভিনেতা। আসছে নতুন বছরের ফেব্রুয়ারি মাসে শিল্পী সমিতির নির্বাচন। অভিনয়ের বাইরে ওমর সানি বর্তমানে শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামনে নির্বাচনে সভাপতির পদে লড়বেন তিনি। অন্যদিকে, এ নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খানও নির্বাচন করতে যাচ্ছেন। এই প্যানেলের সঙ্গে লড়তে হবে সানিকে। অভিনেতা মিশা সওদাগরের খুব কাছের বন্ধু ওমর সানি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার জায়গা থেকে পরিষ্কার। আমি সভাপতি পদে নির্বাচন করব এটাই চুড়ান্ত। মিশা সওদাগর যদি নির্বাচন করে তাতে আমার কোনো আপত্তি নেই। শিল্পীরা সবাই সবার অবস্থান জানে। চলচ্চিত্রের জন্য কে কি করেছে শিল্পীরা সবাই তা জানে। তারা যাকে যোগ্য মনে করবে তাকেই নির্বাচিত করবে। আর মিশা বা অন্য যে কেউই আমার প্রতিদ্বন্দ্বিতা করলেও আমি কারো গীবত করতে যাব না। আমি শিল্পীদের সেবা করতে চাই। যে-ই নির্বাচন করতে আসুক সবাইকে আমার পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। আর আমি যদি মারা না যাই শিল্পী সমিতির সভাপতি পদে এবার নির্বাচন করব এটাই চুড়ান্ত।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.