A security guard stands guard outside a branch of Rizal Commercial Banking Corporation (RCBC) in Paranaque city, Metro Manila, Philippines August 2, 2016. REUTERS/Erik De Castro – RTSKNFZ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) জরিমানার অর্ধেক অর্থ পরিশোধ করেছে।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে আরসিবিসি গত শুক্রবার মোট জরিমানা ২ কোটি ১০ লাখ ডলারের অর্ধেক অর্থ জমা দেয় বলে ফিলিপাইনের গণমাধ্যম থেকে জানা গেছে।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নেসতর এসপেনিলা জুনিয়র গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বাকি অর্ধেক অর্থ আরসিবিসি আগামী বছর পরিশোধ করবে বলে জানান তিনি।
তবে, এ বিষয়ে আরসিবিসি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ মাসে আরসিবিসিকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার গত ফেব্রুয়ারিতে চুরি করে হ্যাকাররা আরসিবিসিতে পাঠিয়েছিল। ব্যাংকটি দোষী প্রমাণিত হওয়ায় ৫ আগস্ট তাদের জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক।
গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এর মধ্যে দুই কোটি ডলার যায় শ্রীলংকায়, যা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার চার হিসাবের মাধ্যমে চলে যায় দেশটির ক্যাসিনোতে (জুয়া খেলার জায়গা)।
ইতিমধ্যে চুরি যাওয়া অর্থের মধ্যে ১ কোটি ৮০ লাখ ডলার ফিলিপাইনে জব্দ করা হয়েছে। এর মধ্যে দেড় কোটি ডলার বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে চলতি মাসেই পাওয়া যাবে বলে জানান ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.