জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আজ সোমবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে হাজিরা দেবেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা সময় আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩০শে জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ধার্য করেন। এদিন আদালতে হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদালত জানান। ওইদিনই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। গতকাল বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বেগম খালেদা জিয়া সোমবার সকাল দশটার দিকে বকশিবাজারের আদালতে হাজিরার জন্য রওনা হবেন। ১১টার দিকে আদালতে পৌঁছার কথা রয়েছে তার। এ মামলার অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.