টি-টোয়েন্টির সবচেয়ে সফল অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুবার। রাজশাহী কিংসের হয়ে ড্যারেন স্যামি রাঙাচ্ছেন এই বিপিএলও। মাঠে-মাঠের বাইরে সারাক্ষণ মাতিয়ে রাখছেন সতীর্থদের। কাল বিসিবি একাডেমি মাঠে ক্যারিবীয় অলরাউন্ডারের সাক্ষাত্কারটাও হলো টি-টোয়েন্টি ধাঁচের।
ড্যারেন স্যামি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে।
২. এখন পর্যন্ত আপনার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স?
স্যামি: টেস্ট অভিষেক (২০০৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট)।
৩. ক্যারিয়ারের সেরা অর্জন?
স্যামি: দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা।
৪. সবচেয়ে বড় হতাশা কোনটি?
স্যামি: না, কোনো হতাশা নেই।
৫. একদিনের জন্য যদি অন্য কোনো ক্রিকেটার হতেন, তবে কে হতেন?
স্যামি: ব্রায়ান লারা।
৬. আপনার দেখা সবচেয়ে সুন্দর জিনিস বা মানুষ?
স্যামি: আমার স্ত্রী।
৭. নিজেকে এক শব্দে বর্ণনা করুন।
স্যামি: মুখটা সব সময়ই হাসিখুশি।
৮. কোন জিনিসটা সবচেয়ে বেশি ঘৃণা করেন?
স্যামি: মানুষের চিত্কার-চেঁচামেচি।
৯. ক্রিকেটাঙ্গনে সবচেয়ে প্রিয় বন্ধু কে?
স্যামি: বেশ কয়েকজন আছে, তাদের নাম বলে বিপদে পড়তে চাই না!
১০. আপনার প্রিয় মাঠ কোনটি?
স্যামি: বোশেজো, এখন যেটার নাম ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (সেন্ট লুসিয়া)।
১১. সংগীতপ্রিয় মানুষ আপনি, তা কাদের গান শুনতে বেশি পছন্দ করেন?
স্যামি: বেশ কয়েকজন আছে। বব মার্লে, শন পল এবং আর কেলি।
১২. প্রিয় ফিকশনাল হিরো কে?
স্যামি: আহ! অবশ্যই সুপারম্যান।
১৩. চলচ্চিত্রে আপনার চরিত্রে কাকে অভিনয় করতে দেখলে খুশি হবেন?
স্যামি: উইল স্মিথ কিংবা ডেনজেল ওয়াশিংটন।
১৪. বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে?
স্যামি: এখানকার মানুষ।
১৫. যদি ক্রিকেটার না হতেন তবে কী হতেন?
স্যামি: সম্ভবত পাদরি।
১৬. স্বপ্নের ডিনার পার্টিতে কোন তিনজনকে আমন্ত্রণ জানাবেন?
স্যামি: অবশ্যই আমার স্ত্রীকে আসতে বলব। নিমন্ত্রণ করব যিশুখ্রিষ্ট, নেলসন মেন্ডেলা কিংবা হ্যালি বেরিকে।
১৭. ক্রিকেটের বাইরে প্রিয় খেলা ও খেলোয়াড় কে?
স্যামি: প্রিয় খেলা টেবিল টেনিস। প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার ও উসাইন বোল্ট।
১৮. আপনার দৃষ্টিতে সবচেয়ে ভয়ংকর ক্রিকেটার কে?
স্যামি: ক্রিস গেইল।
১৯. ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?
স্যামি: ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পাওয়া।
২০. চার বছরে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রহস্যটা কী?
স্যামি: রহস্য কী? ঈশ্বর আমার দলে ছিল!
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.