টেলিভিশন মিডিয়া একটি বড় শিল্পমাধ্যম। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এই মাধ্যমটিতে এ মুহূর্তে কাজ করছেন অসংখ্য সৃজনশীল মানুষ। যাদের অনেকেরই উপার্জনের একমাত্র অবলম্বন এটি। কিন্তু সময়ের বিবর্তনে নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা ও বিদেশি সংস্কৃতির আগ্রাসনে এখন শিল্পের এ বড় মাধ্যমটি অনেকটাই হুমকির মুখে। দেয়ালে পিঠ ঠেকে গেছে টিভি মিডিয়ার সঙ্গে কাজ করা অসংখ্য কলাকুশলীর। বিশেষত বিদেশি সংস্কৃতির আগ্রাসনের ফলেই দেশীয় মিডিয়া ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন মাধ্যমটির সঙ্গে জড়িতরা। তাই গত ১লা নভেম্বর ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অরগানাইজেশন (এফটিপিও)’ নামের একটি ফেডারেল বডি গঠন করা হয়। যেখানে যুক্ত হয়েছে টিভি নাটকের সংশ্লিষ্ট ১০টিরও বেশি সংগঠন। দেশীয় চ্যানেলে বিদেশি সিরিয়াল প্রচার হওয়া নিয়ে ক্ষোভ তাদের দীর্ঘদিনের। এবার রাজপথে নেমে আন্দোলনের ডাক দিলেন এফটিপিওর সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠনের নেতারা। এমনটাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে। গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এফটিপিও এ সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উত্থাপন করে। এসব দাবির মধ্যে রয়েছে- দেশীয় চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল/অনুষ্ঠান বন্ধ করা, টিভি অনুষ্ঠান নির্মাণ ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রণ করা, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীর অবৈধভাবে কাজ বন্ধ করা। বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে অবশ্য সরকারের অনুমোদন নিয়ে করতে হবে, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ করা এবং ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা। উক্ত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৬শে নভেম্বর মতবিনিময় সভা, ২৯শে নভেম্বর সংবাদ সম্মেলন ও ৩০শে নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এফটিপিওর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এফটিপিওর আহ্বায়ক নাট্যজন মামুনুর রশীদ, সদস্য সচিব গাজী রাকায়েত। এছাড়া আরো ছিলেন টিভি প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার পাঠান, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলীক, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধি নাসিম, শুটিং হাউস ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধি খলিলুর রহমান, টেকনিক্যাল এসোসিয়েশনের প্রতিনিধি শামীম মাজহার, অভিনেতা শামস্ সুমন, নাট্যকার সংঘের প্রতিনিধি মাসুম রেজাসহ অনেকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.