জয়পুরহাটের সদর উপজেলার ভাতসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদকে (৫৩) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এরপর আহত অবস্থায় আজাদকে গুলিও করা হয়। একইসঙ্গে নয়ন (৩৪) নামে এক পথচারীকেও গুলি করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাত ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর ও কোঁচকুঁড়ি গ্রামের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। গত ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশগ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে আজাদ।
আশঙ্কাজনক অবস্থায় উভয়কে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটায় পরে সেখান থেকে দুজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ভাতসা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ রাতে একই উপজেলার দূর্গাদহ বাজার থেকে মোটর সাইকেলে নিজ বাড়ি কোঁচকুঁড়ি গ্রামে ফিরছিলেন। গোপালপুর বাজার পার হয়ে কোঁচকুঁড়ি গ্রামের কাছাকাছি পৌঁছামাত্র মুখোশধারী দুর্বৃত্তরা তাঁর মোটর সাইকেলের গতিরোধ করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চেয়ারম্যানের চিৎকারে নয়ন নামে এক পথচারী এগিয়ে গেলে উভয়কেই গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘কী কারনে, কারা ইউপি চেয়ারম্যান এ কে আজাদের ওপর এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষনিকভাবে জানা যায় নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যারাই হোক, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.