হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের ডাকা দুদিনের ধর্মঘটের প্রথম দিনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট সমর্থনে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে হল নির্মাণের দাবিতে মিছিল-স্লোগান দেন তারা।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে সোমবার কারাগারের জায়গায় হলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি প্রদানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে মঙ্গলবার ও পরের দিন বুধবার ধর্মঘট আহ্বান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার সকালে ক্যাস্পাস থেকে শিক্ষার্থীরা আবাসিক সংকট নিরসন ও পুরনো কারাগার বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্য পদযাত্রা শুরু করেন।
শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে বংশাল ট্রাফিক সিগন্যালে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.