২০১৬ সালে মোবাইল ফোন, বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ফোনের চাহিদা এক ভিন্নমাত্রায় পৌঁছেছে। আইফোনকে পেছনে ফেলে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন অনন্য উচ্চতায় অবস্থান করছে। কিন্তু ব্যবহারকারীদের চাহিদার শেষ নেই। সিইএস মেলা উপলক্ষে মোবাইল চিপ প্রস্তুতকারী কোয়ালকম নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৩৫-এর ঘোষণা দিয়েছে। ৮৩৫ প্রসেসরে থাকছে সাতটি নতুন সুবিধা। সেগুলোর বিস্তারিত জানিয়েছে কোয়ালকম। ১. উন্নত ভিআর: ভবিষ্যতে মোবাইল ফোনই হবে ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি ব্যবহারের সহজ মাধ্যম। তবে এখনো কিছু গুরুতর ত্রুটিবিচ্যুতি রয়ে গেছে। আশার কথা হলো ২৫ শতাংশ দ্রুততর গ্রাফিকস রেন্ডারিং-সংবলিত এই ৮৩৫ চিপ মোবাইল ভিআরের ছবি এবং শব্দের মানের ব্যাপক উন্নতি ঘটাবে। ২. উন্নত ফটো ও ভিডিও : স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপ মোবাইল ফোনের ফটো এবং ভিডিওর ক্ষেত্রেও অনেক পরিবর্তন আনবে। এই চিপ ব্যবহারের ফলে ক্যামেরার অটোফোকাস দ্রুততর হবে এবং ছবিতে স্থিতিশীলতা আসবে।
৩. দুই ক্যামেরা: গত বছরই ডুয়াল বা দুই ক্যামেরা দেখা গেছে (আইফোন ৭ প্লাস, এলজি জি৫, হুয়াওয়ে পি৯)। এই ৮৩৫ চিপ ব্যবহারের ফলে সহজে একসঙ্গে দুটি ক্যামেরা লেন্স ব্যবহার করা যাবে। ৪. দীর্ঘস্থায়ী ব্যাটারি: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সবারই একটি চাহিদা—ব্যাটারির চার্জ যেন দীর্ঘস্থায়ী হয়। কোয়ালকমের এই চিপ ব্যাটারির চার্জের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে। পাঁচ মিনিট চার্জ দিলে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাটারির চার্জ থাকবে। ৫. উন্নত নিরাপত্তাব্যবস্থা: ব্যবহারকারীর তথ্য রক্ষার বিভিন্ন বায়োমেট্রিক সেন্সর ব্যবহার করে এই ৮৩৫ চিপ ফোনের নিরাপত্তাব্যবস্থাকে উন্নত করবে। ৬. দ্রুতগতির ইন্টারনেট সংযোগ: ৮৩৫ চিপ একটি ইন্টিগ্রেটেড এক্স ১৬ গিগাবিট শ্রেণির এলটিই মোডেম সমর্থন করবে, যা ৬০০ এমবিপিএস পর্যন্ত গতি দিতে পারবে। এটি ফাইভ জি নেটওয়ার্কের দিকে নিয়ে যাবে। ৭ ফোনে এইচডিআর: এইচডিআর (হাই ডাইনামিক রেঞ্জ) ঘরানার ভিডিও সমর্থন করবে ৮৩৫ চিপ থাকা মোবাইল ফোন। মোখলেছুর রহমান। সূত্র: ম্যাশেবল
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.