চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে ১৯৮১ সালে ঢাকার অদূরে গাজীপুরের কবিরপুর এলাকায় সরকারি অর্থে ক্রয় করা হয় ১০৫ একর জমি। লোকমুখে আগে নাম ছিল ‘কবিরপুর ফিল্ম সিটি’। এরপরের নাম ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। এখন এ জায়গার নতুন নাম ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’। এ বছরের মার্চে এ জায়গার নতুন এই নামকরণ করা হয়। এরই মধ্যে এ জায়গার উন্নয়নের জন্য বর্তমান সরকার প্রাথমিকভাবে বরাদ্দ দিয়েছেন ১৯ কোটি ৮০ লাখ টাকা। তা থেকে ১ কোটি টাকা খরচ করা হয়েছে বলে মানবজমিনকে জানিয়েছেন কবিরপুর ফিল্ম সিটির প্রকল্প পরিচালক মোহাম্মদ আজম। তিনি এ প্রসঙ্গে বলেন, এরই মধ্যে আমরা এখানে তিনটি ভিআইপি এসি রুম, ড্রইং, ডাইনিং রুমসহ শুটিংয়ের লোকজনের থাকার জন্য আরও ১৬টি রুম কমপ্লিট করেছি। সুন্দর মেকআপ রুমসহ অন্যান্য ব্যবস্থা চালু রয়েছে। এখন চাইলে যেকোনো কলাকুশলী বা নির্মাতা এখানে থেকে শুটিং করতে পারবেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নিয়ে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’র নামকরণ করা হয়েছে। এখানে শুটিংয়ের সুবিধার জন্য গ্রামের বাজার, শুটিং স্পটসহ আরও কিছু জায়গায় কাজ করা হবে। তিনি আরও বলেন, প্রাইভেট কোম্পানিগুলো শুটিংয়ের যন্ত্রপাতিসহ নানা বিষয়ে ভাড়া দেয়ার সময় কোনো ট্যাক্স রাখে না। আমরা যে জিনিস ৩০০০ টাকায় ভাড়া দেই তারা তা ২৫০০ টাকায় ভাড়া দেয়। তাই তাদের সঙ্গে আমরা লড়াই করে পারি না। এফডিসির যেকোনো জিনিস ভাড়া নেয়ার সময় তার সঙ্গে ট্যাক্স সংযুক্ত থাকে। তাই ভাড়ার পরিমাণটা বেশি পড়ে যায় বলে অনেক নির্মাতা অভিযোগ করেন। তবে, ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ চলচ্চিত্রের জন্য একটি বড় প্রজেক্ট। এখানে চারতলা ডরমেটরি বিল্ডিং নির্মাণ করা হবে। শুটিং ইউনিটের ৭০ জন লোকের একসঙ্গে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে গ্রামীণ প্রেক্ষাপটে যেন পরিচালকরা শুটিং করতে পারেন সেজন্য পুকুর, সেট নির্মাণ, বাউন্ডারি, সেতু নির্মাণসহ নানাবিধ স্থাপনার পরিকল্পনা রয়েছে আমাদের।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.