চট্টগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখা গেল আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরকে। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বেলা ১১টায় নগর ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আয়োজনে সংগঠনের সভাপতি ইমরান আহম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি পরিচালনায় অনুষ্ঠানে মহিউদ্দিন-নাছিরের নেতৃত্বে নিরক্ষরমুক্ত চট্টগ্রাম বিনির্মাণে শপথ নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী ছাত্রলীগকে ভালো সংবাদের শিরোনাম হওয়ার চেষ্টায় ব্রত হওয়ার নির্দেশ দিয়ে বলেন, অপকর্ম করুক আর না করুক ছাত্রলীগ সংবাদ শিরোনাম হয়ে যায়। আমরা চাই, ছাত্রলীগ ভালো সংবাদ শিরোনাম হবে। খারাপের শিরোনাম হওয়ার জন্য জাতির জনক এ সংগঠনের প্রতিষ্ঠা করেননি। মেয়র নাছির উদ্দিন বলেন, ছাত্রলীগ নীতি-নৈতিকতার আদর্শিক সংগঠন। ছাত্রলীগের নেতৃত্বের এ বিষয়টি স্মরণ রেখে কাজ করতে হবে। কারণ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ছাত্রলীগের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, ইয়াছিন আরাফাত কচি, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, জয়নাল উদ্দিন জাহেদ, রুমেল বড়ুয়া রাহুল, সৌমেন বড়ুয়া, মঈনুল হক শিমুল, নাঈম রনি, আ.ফ.ম সাইফুদ্দীন, নোমান চৌধুরী, শাহীন জোবায়ের বাপ্পি, আমজাদ হোসেন, ওমর ফারুখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, গোলাম সামদানী জনি, সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, শওকত আলী রনি, খোরশেদ আলম প্রমুখ। এদিকে মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মহানগর আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে শহরজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সব কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুনসহ সমাবেশে যোগদান করার জন্য আহ্বান জানান ওই দুই নেতা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.