মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হিলারি ক্লিনটনই একমাত্র যোগ্য প্রার্থী। হোয়াইট হাউসে তার আট বছরের অভিজ্ঞতার আলোকে এটা তার কাছে ‘দিবালোকের মতো স্পষ্ট’ হয়ে গেছে। শুক্রবার এমন মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তার স্বামী বারাক ওবামার জন্মস্থান নিয়ে যে আলোচনা চলছে সে প্রসঙ্গেও মুখ খোলেন মিশেল ওবামা। এ খবর দিয়েছে এনবিসি নিউজ। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকেই একমাত্র যোগ্য প্রার্থী বলে মনে করছেন মার্কিন ফার্স্ট লেডি। শুক্রবার ভার্জিনিয়ায় হিলারির পক্ষে প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘কোনো একজন প্রার্থী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই রাতারাতি সবকিছু বদলে দিতে পারেন না। বরং ঘটে তার উল্টো ঘটনা। প্রকৃতপক্ষে কেউ যখন মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন তাকে সবচেয়ে কঠিন ও কঠোরতম সময় পার করতে হয়। উচ্চারিত প্রতিটি কথায় তিনি যুদ্ধ শুরু করে দিতে পারেন, বাজারকে ধসিয়ে দিতে পারেন, বিশ্বের গতিপথই বদলে দিতে পারেন। আমার কাছে মনে হয়, এটা দিবালোকের মতো স্পষ্ট যে, এই নির্বাচনে এই দায়িত্বভার অর্পণের জন্য আমরা কেবল একজনের ওপরই ভরসা করতে পারি।’ তার ভরসার সেই ব্যক্তি হলেন হিলারি ক্লিনটন। নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে স্বামী বারাক ওবামার জন্মস্থান নিয়েও মন্তব্য করেছেন মিশেল। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প সম্প্রতি স্বীকার করে নিলেও এর আগে অভিযোগ করেছিলেন যে, ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে নয়। ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তাকে এক হাত নিয়েছেন মিশেল। তিনি বলেন, ‘আমার স্বামী এই দেশে জন্ম নিয়েছিলেন কি-না তা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং গত আট বছর ধরেই তা করে যাচ্ছেন। আমার মনে হয়, এই গোটা সময়ে বারাক তাদের সব প্রশ্নের উত্তর সঠিকভাবেই দিয়ে গেছে।’ ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে মিশেল ওবামা তার বক্তব্য দিয়ে চেষ্টা করেছেন ডেমোক্রেটদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ঠেকাতে। তিনি বলেন, ‘গত আট বছরে আমার এটা দেখার সৌভাগ্য হয়েছে যে, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাটা কত কঠিন একটি কাজ। এ কারণে আমি অনুপ্রাণিত।’ হিলারির প্রতি ইঙ্গিত করে মিশেল বলেন, আমি নিশ্চিতভাবেই জানি যে, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিটিকেই নির্বাচিত করার সুযোগ এখন আমাদের সামনে রয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.