ডনাল্ড ট্রাম্পের সেই অবমাননাকর মন্তব্যের কড়া জবাব দিলেন সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া ম্যাচাডো। তিনি বললেন, ডনাল্ড ট্রাম্প নারীদের অবমাননা করেন। তিনি তাদের সম্মান দিতে জানেন না। ২০ বছর আগে আমি যে ট্রাম্পকে দেখেছিলাম এখনও সেই একই ট্রাম্পকে দেখতে পাচ্ছি আমি। অ্যালিসিয়া ম্যাচাডোর চোখে তখন আবেগে চিক চিক করছে অশ্রু। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে হিলারি ক্লিনটনের মুখোমুখি হয়ে পুরো ধরাশায়ী ডনাল্ড ট্রাম্প। এ বিতর্কেই নতুন করে অ্যালিসিয়াকে তুলে আনেন হিলারি। বিতর্কের পর অ্যালিসিয়া বলেন, ডনাল্ড ট্রাম্প তাকে ১৯৯৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার সময় অবমাননা করেছেন। অসম্মানিত করেছেন। তিনি তাকে ‘মিস হাউজকিপিং’ ও ‘মিস পিগি’ নামে ডেকেছিলেন। তারপর কেটে গেছে ২০ বছর। কিন্তু ট্রাম্পের ওই মন্তব্য অ্যালিসিয়ার বুকে তীরের মতো বিঁধে আছে এখনও। তাই তিনি ট্রাম্পকে ‘আগ্রাসী’ ও ‘বাস্তব অর্থেই রুক্ষ্ম’ বলে অভিহিত করেছেন। ১৯৯৬ সালের মিস ইউনিভার্স আয়োজন করেন ট্রাম্প। সে প্রতিযোগিতায় ভেনিজুয়েলার প্রতিনিধিত্ব করেন অ্যালিসিয়া ম্যাচাডো। সেখানে অ্যালিসিয়া বিজয়ী হওয়ার পর ট্রাম্প তাকে নিয়ে ওই বাঁকা মন্তব্য করেন। এর জবাবে সিএনএনের অ্যান্ডারসন কুপারের ‘এসি৩৬০’ অনুষ্ঠানে অ্যালিসিয়া পুরো মুখ খুলে দিলেন। তিনি বললেন, আমি জানি তার সঙ্গে আমার অভিজ্ঞতা কি। তিনিও জানেন। তিনি আসলেই একজন খারাপ লোক। এ কথাটিই আমি আমার সম্প্রদায়ের সঙ্গে শেয়ার করতে চাই। আমার লাতিন সম্প্রদায়কে নিয়ে আর কেউ অবমাননা করুক, অপমান করুক, এমনটা আমরা আর মেনে নিতে পারি না। নারীদের প্রতি আর অসম্মান নয়। আমি ট্রাম্পকে খুব ভালোভাবে জানি। ২৬শে সেপ্টেম্বরের প্রথম দফা প্রেসিডেন্সিয়াল বিতর্কে অ্যালিসিয়া প্রসঙ্গ টেনে আনেন হিলারি ক্লিনটন। তাকে ট্রাম্প যে অবমাননাকর মন্তব্য করেছিলেন তা স্মরণ করিয়ে দেন হিলারি। জবাবে ট্রাম্প বলেন, এসব কথা কোথায় পেলেন আপনি। এক রকম বিস্ময় ফুটে ওঠে তার মুখে। কিন্তু ইতিহাস কোনো দিন মুছে ফেলা যায় না। ট্রাম্পকে হিলারি জানান, সেই বিশ্বসুন্দরী এখন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাকে আপনি মিস হাউজকিপিং ও মিস পিগি নামে ডেকেছিলেন। তার তো একটি নাম আছে, ট্রাম্প। তিনি অ্যালিসিয়া ম্যাচাডো। তিনি আগামী নভেম্বরের নির্বাচনে ভোট দেবেন। এ সময় ট্রাম্প বলেন, ওকে। ভালো। এর মধ্য দিয়ে ট্রাম্প কি তাহলে মেনে নিলেন তিনি অ্যালিসিয়াকে অবমাননা করেছিলেন! অ্যালিসিয়াকে ট্রাম্প ‘মিস পিগি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং তার বিরোধিতা করলেন হিলারি ক্লিনটন। তাই হিলারির প্রতি শ্রদ্ধা জানাতে আবেগপ্রবণ হয়ে পড়েন অ্যালিসিয়া। তার চোখে অশ্রু জমে ওঠে। এসবের জবাবে ট্রাম্প মঙ্গলবার অ্যালিসিয়ার সমালোচনাকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই আয়োজনে তিনি বিজয়ী হয়েছিলেন। তার শরীরের ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এটাই তার বড় সমস্যা। আমাদের বড় সমস্যা। শুধু তা-ই নয়। অনেক বছর পরে হিলারি এ বিষয়টিকে সামনে এনেছেন। তিনি ওই মেয়েটিকে খুঁজে এনেছেন। এ ঘটনাটি অনেক বছর আগের। এরপর তাকে নিয়ে হিলারি এমনভাবে কথা বলেছেন, যেন তিনি মাদার তেরেসা হয়ে উঠেছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.