নিজ মাটিতে ভারতের টানা ৬ ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড ছুঁলো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সাফল্য নিয়ে নিজ মাটিতে টানা ষষ্ঠ সিরিজ জয়ের কীর্তি গড়লো টাইগাররা। ২০১৪ সালের নভেম্বর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার ও পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একবার ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় টাইগাররা। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত নিজ মাটিতে ৬টি (বিশ্বকাপ ছাড়া) ওয়ানডে সিরিজ জেতে ভারত। উপমহাদেশের দলগুলোর মধ্যে নিজ মাটিতে সর্বাধিক ৭টি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের। শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ১৪১ রানে জয় কুড়ায় টাইগাররা। এতে গর্বের এক ল্যান্ডমার্ক স্পর্শ করে বাংলাদেশ। ওয়ানডেতে এটি বাংলাদেশের ১০০তম জয়। তবে সিরিজ জয় শেষে সফরকারী আফগানিস্তান দলকে কৃতিত্ব দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। মাশরাফি বলেন, সিরিজের শুরুর দুই ম্যাচে আফগানিস্তান আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে শেষ ম্যাচে ভালো খেললাম আমরা। সিরিজের প্রথম ম্যাচে লড়াই শেষে ৭ রানে জয় দেখে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ২০৮ রানের পুঁজি নিয়ে দুই উইকেটে হার দেখে মাশরাফি বাহিনী। তবে শেষ ম্যাচে জয় নিয়ে স্বদেশের মাটিতে অজেয় চেহারাটা অক্ষুণ্ন রাখে টাইগাররা। এটি ছিল বাংলাদেশের বিপক্ষে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। সিরিজে বল হাতে দ্যুতি ছড়ান আফগান অফস্পিনার মোহাম্মদ নবী ও লেগ স্পিন তারকা রশিদ খান। আফগানিস্তানের বল হাতে ৭ ও ৬ উইকেট শিকার রশিদ-নবীর। সিরিজে এ দুই বোলারকে বুঝেসুঝে খেলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আর সামিউল্লাহ শেনওয়ারি ও রহমত শাহদের বোলিংয়ের ওপর চড়াও হতে দেখা যায় তামিমকে। তবে ফর্ম দেখাতে পারেননি টপঅর্ডার ব্যাটিংয়ে আফগানদের ভরসা মোহাম্মদ শেহজাদ। তিন ম্যাচে শেহজাদের সাকুল্যে সংগ্রহ ৬৬ রান। বাংলাদেশের ব্যাট হাতে সিরিজে সবচেয়ে সফল তারকা তামিম ইকবালই। তিন ম্যাচে তামিমের সংগ্রহ ২১৮ রান। বল হাতে সর্বাধিক ৭ উইকেট শিকার পেসার তাসকিন আহমেদের। বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান পেয়েছেন ৬ উইকেট। তিন ম্যাচে চার উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির ইকোনমি গড় মাত্র ৩.৩৮। ওয়ানডেতে বাংলাদেশ সর্বশেষ সিরিজ হার দেখে ২০১৪ সালের আগস্টে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০তে । তবে টাইগাররা পরের টানা ছয় সিরিজ খেলতে নামে দেশের মাটিতেই। ওই বছর নভেম্বরে হোম সিরিজে জিম্বাবুয়েকে ৫-০তে হোয়াটওয়াশ করে টাইগাররা। পরে একে একে সিরিজ জয়ের স্বাদ নেয় বিশ্ব ক্রিকেটের জায়ান্ট দল পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশের টানা ৬ সিরিজ
মৌসুম প্রতিপক্ষ ফল
২০১৪ জিম্বাবুয়ে ৫-০ (৫)
২০১৫ পাকিস্তান ৩-০ (৩)
২০১৫ ভারত ২-১ (৩)
২০১৫ দ.আফ্রিকা ২-১ (৩)
২০১৫ জিম্বাবুয়ে ৩-০ (৩)
২০১৬ আফগানিস্তান ২-১ (৩)