দুপুর ২টায় বাংলাদেশ দলের অনুশীলন। তবে সকালেই মাঠে হাজির বেশ কয়জন ক্রিকেটার। ইমরুল কায়েসকে দেখা গেল জিমের দিকে যেতে। সেখানেই জানালেন আসলে সকালে তাদের জিম ছিল। তাই অনুশীলনে চলে আসা। নির্ধারিত সময়ের আগেই চলে এলেন বাংলাদেশ দলের সব ক্রিকেটার। মাঠে শুরু হয়ে গেল ফুটবল খেলা। কিন্তু বাংলাদেশ দলের অনুশীলনে যেন বৃষ্টি সঙ্গী হয়ে গেছে। রোদের মাঝেই একপশলা বৃষ্টি হয়ে গেল। অবশ্য এতে অসহ্য গরম থেকে কিছুটা রক্ষা পান টাইগাররা। গরমে অনুশীলনের সময় অস্থির ছিলেন ইংলিশ ক্রিকেটাররা। বেলা ৩টার দিকে একাডেমির মাঠ প্রস্তুত হয়ে গেল টাইগারদের অনুশীলনের জন্য। ছোট্ট এক বাউন্ডারি তৈরি করা হলো। সেখানে তামিম, মাহমুদুল্লাহ আর সাব্বিরদের নিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করলেন দলের পরামর্শক থিলান সামারাবিরা। সাব্বিরকে দেখা গেল প্রতিটি বলই যেন একডেমির ছোট্ট মাঠের বাউন্ডারি পার করার চেষ্টা করছেন। এরই এক ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তরুণ তারকা মোসাদ্দেক হোসেন সৈকত। সদ্য আফগানিস্তানের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। ব্যাট হাতে দরুণ শুরু করেছেন। এমনকি বল হাতে গড়েছেন প্রথম বলেই উইকেট নেয়ার রেকর্ড। দলে নিজের বোলিংয়ে ভূূমিকা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘আমি আসলে দলে অলরাউন্ডার হিসেবেই এসেছি। প্রথম পার্ট ছিল ব্যাটিং। এরপর যখন ফিল্ডিংয়ে নামি তখন ভুলে যাই ব্যাটিংয়ে কি করেছি। আমার তখন মাথায় ছিল বোলিং আর ফিল্ডিং। অবশ্য মাশরাফি ভাই সাহস দিয়েছেন। বলেছেন জায়গাতে বোলিং কর, ডট কর। আমি সেটাই করে সফল হয়েছি।’ ইংল্যান্ডের বিপক্ষে এরই মধ্যে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও পেসার রুবেল হোসেন। সেখানে দলে এসেছেন স্পিনার মোশাররফর হোসেন ও পেসার আল আমিন হোসেন। সকালে ইংল্যান্ড দল যখন অনুশীলন করছিল ঠিক তখন একাডেমির মাঠের এক কোণে প্রচণ্ড গরমে বালির মধ্যে ফিটনেস অনুশীলন করতে দেখা যায় পেসার আল আমিনকে। ৮ বছর পর মাঠে ফিরেই ৩ উইকেট নিয়ে সফল স্পিনার মোশাররফ হোসেন রুবেল। নির্ধারিত সময়ের আগেই মাঠে এসে অনুশীলন করছিলেন তিনিও। ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রস্তুতি নিয়ে মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে আজ (গতকাল) থেকে প্রস্তুতি নিতে শুরু করলাম। আফগানিস্তানের বিপক্ষে কি হয়েছে তা ভুলে যেতে চাই। আর এখনই বলতে পারছি না ওদের আমি কিভাবে খেলবো। এটি ম্যাচের আগের দিনই ঠিক করবো কিভাবে কি করতে পারি।’ আফগানদের বিপক্ষে অভিষেক ম্যাচে কোচ কোনো চাপই দেননি মোসাদ্দেকের ওপর। মাঠে নামার আগে শুধু বলেছিলেন যেন ম্যাচটিকে উপভোগ করেন তিনি। যেন পারফরম্যান্সের কথা ভেবে নিজের ওপর চাপ না নেন। মোসাদ্দেক বলেন, ‘মাঠে নামার আগে কোচ বলেছিলেন প্রথম ম্যাচে যেন কোন চাপ না নিয়ে ম্যাচটিকে উপভোগ করি। আমি তাই করার চেষ্টাা করেছি।’ কিন্তু আফগানিস্তান আর ইংল্যান্ড এক নয়। যে কারণে অভিষেকের চেয়ে অনেক বেশি চাপ নিয়ে খেলতে হবে। এই বাস্তবতা ভালভাবে জানেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘এটি বলার অপেক্ষা রাখে না ইংল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। আমাদের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে আমরা দেশের মাটিতে টানা ৬টি সিরিজ জিতেছি। এবারও আমি বিশ্বাস করি ভাল লড়াই করে এই সিরিজটিও জিতে নেবো।’ অথচ আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে হারতে হারতে শেষ পর্যন্ত ৭ রানে জিতে যায় বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য রক্ষা হয়নি। হারতে হয়েছে। শেষ ম্যাচে তাই সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ ছিল। তবে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। আর এতে দলের আত্মবিশ্বাস বেড়েছে। মোসাদ্দেক বলেন, ‘আমরা প্রায় ১০ মাস পরে ওয়ানডে খেলতে নেমেছিলাম। তাই একটু সমস্যা হয়েছিল আমাদের। কিন্তু শেষ ম্যাচটি আমরা জিতে সিরিজ নিশ্চিত করেছি। এটি আমাদের ইংল্যান্ড সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.