সব ধর্মের মানুষ যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে, এমন পরিবেশ সৃষ্টিতেই সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।শনিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।এ সময় তিনি বলেন,ধর্মের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।শনিবার মঙ্গলময়ী মা দুর্গার সপ্তমী তিথির বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সেখানকার পূজারীবৃন্দ। বেশকিছু সময় ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন পুরো পূজার কার্যক্রম।পরে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে যারা সমাজে অশান্তি সৃষ্টি করছে, তাদের দমনে সরকারের সব প্রচেষ্টাই অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি, নিয়ে যাচ্ছি, আগামীতেও নিয়ে যাবো। কারণ জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। ধর্মের নাম নিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’ শেখ হাসিনা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করে বলেন, ‘এখানে যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে। এই পরিবেশটা আমরা নিশ্চিত করতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার। সকলের তরে সকলে আমরা, আমরা মানবের তরে। আসুন সবাই মিলে একসঙ্গে দেশকে গড়ে তুলি। এভাবেই আমরা দেশকে পরিচালিত করছি।’ এরপর রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে গেলে সনাতন ভক্তবৃন্দরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে সেখানে উপস্থিত পূজারীদের উদ্দেশেও বক্তব্য রাখেন তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.