মাগুরার ৩টি উপজেলার বিভিন্ন গ্রামে কৃষাণ-কৃষাণীদের হাতেকলমে চাষাবাদ সম্পর্কে শিক্ষাদানের জন্য আইএফএমসি কৃষকমাঠ স্কুল (এন্টিগ্রেটেড ফার্ম ম্যানেজমেন্ট ক্রপ কৃষক মাঠ স্কুল) গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ‘আইএফএমসি কৃষক মাঠ স্কুল’ পরিচালনা করছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলার মধ্যে ৩টি উপজেলায় এ স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ২০১৬ সালের মে মাস থেকে ৫টি স্কুলে কার্যক্রম শুরু হয়। এ ছাড়া একই বছরের ১৭ই এপ্রিল মহম্মদপুর উপজেলা ৬টি ও ১৯শে এপ্রিল থেকে শালিখা উপজেলায় ৫টি মোট ১৬টি স্কুলের কার্যক্রম শুরু হয়। বুধবার সকাল ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার চন্দ্রপাড়া আইএফএমসি স্কুলে সরেজমিন গিয়ে দেখা গেছে, কৃষাণ-কৃষাণীরা ক্লাস করছেন। এসএপিপিও জাহিদুল ইসলাম তাদের বিভিন্ন বিষয়ে পাঠদান করছেন। সেখানে ২৫ জন কৃষক-কৃষাণী মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, শ্রীপুর উপজেলায় মোট ৫টি আইএফএমসি কৃষক মাঠ স্কুল রয়েছে। এর মধ্যে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রপাড়া ও সারঙ্গদিয়া, সব্দালপুর ইউনিয়নের নোহাটা ও সোনাতুন্দি এবং শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামে আইএফএমসি কৃষক মাঠ স্কুলে কৃষক-কৃষাণীদের হাতে কলমে শিক্ষাদান করা হয়ে থাকে। প্রতি স্কুলের অধীনে ২৫টি পরিবারের পুরুষ ও মহিলা সদস্য এ স্কুলে শিক্ষা গ্রহণ করে থাকেন। উপজেলার ৫টি স্কুলের মধ্যে ২টি স্কুলে ৪৭টি সেশন ও ৩টিতে ৩২টি সেশনে প্রতিদিন ৩ ঘণ্টা করে প্রশিক্ষণ দেয়া হবে। পুরুষ সদস্যদের ধান, পাট, মৎস্য ও সবজি বিষয়ে এবং মহিলাদের ছাগল পালন, হাঁস-মুরগী পালন, গরু মোটাতাজাকরণ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সেই সঙ্গে কৃষক-কৃষাণীদের প্রতি ক্লাসের জন্য ৭০ টাকা হারে যাতায়াত ভাড়া প্রদানসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। প্রতি সপ্তাহে ২টি করে ক্লাস হয়। এসব স্কুল পরিচালনার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও শিক্ষিত ও মেধাবী কৃষকদের সমন্বয়ে একটি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মধ্যে মনিটরিং কর্মকর্তা হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ট্যাগ ও কৃষকদের মধ্য থেকে অধিক শিক্ষিত দু’জনকে সহায়তাকারী ফার্মারস ট্রেইনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.