নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে গতকাল মাঠে নামে ভারত। আগের চার ম্যাচে সিরিজ ২-২ এ সমতা থাকায় শেষ ম্যাচটি ছিল দুই দলের জন্য অতি গুরুত্বপূর্ণ। কিন্তু এই ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা মাঠে নামার পর দর্শকদের চোখ চড়কগাছ। ভারতের কোনো খেলোয়াড়ের জার্সির পেছনে নিজেদের নাম লেখা নেই। জার্সি নম্বর ঠিক থাকলেও নামের জায়গায় একেকজন নারীর নাম। কারো জার্সির পেছনে দেবকি, কারো সরোজ আবার কারো সুজাতা। দর্শকদের মনে তখন নানা প্রশ্ন। কিন্তু একটু পরেই জানা গেলো ভারতীয় খেলোয়াড়দের এমন জার্সি পরার কারণ। আসলে ভারতের প্রত্যেক খেলোয়াড় এদিন জার্সিতে নিজেদের মায়ের নাম লিখে মাঠে নামেন। দেবকা, সরোজ ও সুজাতা আসলে যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের মায়ের নাম। এর পেছনে কারণ হলো- ভারত-নিউজিল্যান্ড সিরিজ সম্প্রচারকারী টিভি চ্যালেন ‘স্টার স্পোর্টস’ বিশ্বজুড়ে মায়েদের সম্মান জানাতে ও তাদের অবদান স্মরণ করিয়ে দিতে একটি বিশেষ প্রচারণা চালাচ্ছে। এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরই অংশ হিসেবে ভারতের সব ক্রিকেটার এদিন নিজেদের মায়ের নাম জার্সির পেছনে লিখে বিশাখাপত্তনমে মাঠে নামেন। এ বিষয়ে একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন ভারতের ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিজ্ঞাপনে একজন সাংবাদিক ধোনিকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এত বছর যখন বাবার পরিচয় বহন করছিলাম তখন তো কেউ প্রশ্ন করেননি।’ এই বিজ্ঞাপনটি এখন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গতকাল টস করার সময় ধোনিকে এ বিষয়ে প্রশ্ন করেন রবি শাস্ত্রী। জবাবে বলেন, ‘সাধারণত নিজের নামের সঙ্গে আমরা বাবার পদবি ব্যবহার করি। কিন্তু জীবনে মায়েদের ভূমিকা অনেক বেশি। তাদেরকে স্মরণ করা অনেক গুরুত্বপূর্ণ। এটা খুবই আবেগময় একটি ব্যাপার। আশা করছি, সবাই এ অবদানকে স্মরণ করবেন।’ সিরিজ নির্ধারণী ম্যাচে গতকাল টস জিতে আগে ব্যাটে গিয়ে ভারত সংগ্রহ করে ৬ উইকেটে ২৬৯ রান। বিরাট কোহলি ৬৫ ও রোহিত শর্মা করেন সর্বোচ্চ ৭০ রান। এছাড়া অধিনায়ক ধোনি করেন ৪০ রান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.