অল্পের জন্য রক্ষা! আর একটু হলেই টক্কর লেগে যেতো রাশিয়ার যুদ্ধবিমান ও মার্কিন যুদ্ধবিমানের মধ্যে। কিন্তু সামান্যর জন্য তা এড়ানো গেছে। এমন তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জেফ্রে হারিগিয়ান। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর অপারেশন পরিচালনায় কমান্ড করেন। জেফ্রে বলেছেন, ওই ঘটনাটি ছিল ‘ নেয়ার মিস’। তার বর্ণনা অনুযায়ী, ঘটনাটি গত ১৭ই অক্টোবরের। দুটি বিমানই তখন ঘণ্টায় কয়েক শত মাইল বেগে উড়ছিল। রাতের বেলায় উড্ডয়নরত ওই দুটি বিমানের কোনোটিতেই তখন আলো ছিল না। একপর্যায়ে রাশিয়ার যুদ্ধবিমান থেকে আধা মাইলেরও কম দূরত্বের মধ্যে চলে এসেছিল মার্কিন যুদ্ধবিমান। অনলাইন সিএনএন এ খবর দিয়েছে। জেনারেল জেফ্রে হারিগিয়ানের মতে, রাশিয়ার একটি গোয়েন্দা বিমানকে প্রহরা দিয়ে নিয়ে যাচ্ছিল রাশিয়ার ওই যুদ্ধবিমানটি। সিরিয়া যুদ্ধে ভূমিকা পালন করা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা যখন ক্রমশ তীব্র হচ্ছে তখন দুটি যুদ্ধবিমানের এমন কাছাকাছি চলে আসায় অনেকেরই গা শিউরে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাংঘর্ষিক অবস্থা এড়ানো গেছে। তবে এতে সিরিয়া নিয়ে সংঘাত কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। মার্কিন সামরিক এক কর্মকর্তা বলেছেন, যখন দুটি দেশের মধ্যে এভাবে উত্তেজনা বিরাজমান তখন যদি সিরিয়ার আকাশে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমানের সংঘর্ষ হয় তাহলে তাকে সাধারণ মানুষ ভুল বলে মানবেই না। জেনারেল জেফ্রে হারিগিয়ান বলেছেন, যুদ্ধবিমানের এভাবে কাছাকাছি আসার মতো ঘটনা গত ৬ সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। কারণ, সিরিয়ার রাকা এলাকা আইসিসের দখলমুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তর-পশ্চিমে বাড়গতি যুদ্ধবিমান ব্যবহার করছে। এক্ষেত্রে মধ্য আকাশে মার্কিন ও রাশিয়ান যুদ্ধবিমানের সংঘর্ষ অথবা সিরিয়ার ভিতরে ইউএস স্পেশাল ফোর্সেসের ওপরে রাশিয়ার যুদ্ধবিমান থেকে বোমা ফেলার ঝুঁকির মুখে রাশিয়ানদের সঙ্গে একটি হটলাইন যোগাযোগ স্থাপন করেছে মার্কিন সেনাবাহিনী। ১৭ই অক্টোবর এমন সংঘর্ষ এড়ানো গেলেও যুক্তরাষ্ট্রের সামরিক পাইলট স্বভাবিক প্রক্রিয়া অনুসরণ করেন এবং দ্রুততার সঙ্গে রাশিয়ান পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তিনি যোগাযোগ করার চেষ্টা করা হলেও রাশিয়ান পাইলট কোনো সাড়া দেননি। এর পরদিন ১৮ই অক্টোবর মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা ফোনে কথা বলেন রাশিয়ান একজন সেনা কর্মকর্তার সঙ্গে। তিনি তাকে বিষয়টি অবহিত করলে রাশিয়ান পাইলট বিষয়টি সম্পর্কে সচেতন ছিলেন না বলে জানানো হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.