লিভার ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম আহমেদ। কয়েকদিন ধরেই তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। কিছু ব্যথার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রীতমের দুটি কিডনি ও লিভার। এদিকে এরই মধ্যে প্রীতমকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন দেশীয় সংগীত জগতের অনেকেই। নিজের অসুস্থতা সম্পর্কে প্রীতম জানিয়েছেন, আসলে কিডনি ও লিভারের ক্ষতিগুলো কতটুকু সরিয়ে তোলা যাবে তা সময় ও পর্যাপ্ত চিকিৎসার ওপর নির্ভর করবে। এই মুহূর্তে সবার দোয়া ও শুভকামনা আমার জন্য অনেক বড় পাওয়া। আর একটি অনুরোধ থাকলো। সেটা হলো- যতক্ষণ প্রাণ আছে আসুন অন্যের জন্য ভালো কিছু করে নিজে ভালো থাকার চেষ্টা করি। উল্লেখ্য, প্রীতম আহমেদের কথা ও সুরে নিজের ছাড়াও বিভিন্ন শিল্পীর বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে ২০০০ সালের শুরুতে। নিজের একক অ্যালবামগুলোতে প্রেমের গানের বাইরেও বাস্তববাদী বাণীসমৃদ্ধ গানের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। সর্বশেষ প্রকাশ পাওয়া তার ‘ভোট ফোর ঠোঁট’ এবং ‘ভাইয়া’ গানটিও ছিল শ্রোতা ও দর্শকমহলে সমাদৃত।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.