জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আসামিদের প্রশিক্ষকসহ চার জেএমবি সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। গত রাতে রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বেলাল হোসেন (৪৫), আল আমিন (২০), এরশাদ আলী (২৮) ও আশরাফুল ইসলাম (২০)। তাদের সবার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।
রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ওই এলাকার পরিত্যক্ত একটি ইটভাটায় জঙ্গিরা তাঁবু গেড়ে অবস্থান করছিল জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছুঁড়লে ৪ পুলিশ আহত হন। পরে ৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে গ্রেপ্তার বেলালের সঙ্গে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেনের সখ্য রয়েছে। বেলাল হোসেনই জাপানি নাগরিক হত্যা মামলার আসামিদের প্রশিক্ষণ দিয়েছিলেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে হোশি কুনিওকে হত্যা করা হয়। হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আটজন। তাদের মধ্যে চারজন কারাগারে রয়েছেন।