মিরপুর একাডেমির জিম থেকে বের হয়ে হাঁটছিলেন তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। কাছে যেতেই হাসি দিয়ে বললেন, ‘জানতে চাওয়ার আগেই বলে দিচ্ছি আমি বোলিং শুরু করছি। আর মনে হয় না এখন কোনো সমস্যা আছে।’ এরপর হেসে চলে যেতে যেতে বললেন, ‘সত্যি ভালো আছি, চিন্তার কিছুই নেই।’ গত ১১ই আগস্ট ইংল্যান্ডে বুপা ক্রোমওয়েল হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন এই কাটার মাস্টার। এরপর দীর্ঘ সময় রিহ্যাব শেষে অবশেষে বল হাতে তুলে নিয়েছেন। মিরপুরের একাডেমি মাঠের নেটে ৫০ শতাংশ ইনটেনসিটিতে চার ওভার বোলিং করেছেন এ বাঁহাতি পেসার। এরই মধ্যে নিউজিল্যান্ড সিরিজের জন্য বিসিবির ঘোষিত প্রাথমিক দলে এই তরুণ পেসারকে রাখা হয়েছে। তাই তার অবস্থা এখন খেলার জন্য কতটা উপযুক্ত তা নিয়ে প্রশ্নের শেষ নেই। মোস্তাফিজের বিষয়ে বেশ আশাবাদী জাতীয় দলে নয়া পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তার অবস্থার উন্নতি নিয়ে এই কোচ বলেন, ‘প্রতিদিনই মোস্তাফিজের উন্নতি হচ্ছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। পুরোপুরি ফিট হলেই আমরা তাকে খেলানোর চিন্তা করবো। নিউজিল্যান্ড সফরের আগেই সে ফিট হয়ে যাবে বলে আশাবাদী আমি।’ অন্যদিকে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানও মোস্তাফিজের উন্নতিতে বেশ আশাবাদী। বলেন ‘মোস্তাফিজ অল্প গতিতে এখন বল করছে। ধীরে ধীরে আগের গতি ফিরে পাবে। আগে যদি ১৪০ কিমি. বেগে বল করে থাকে এখন করছে ৭০ কিমি. বেগে। সময়ের সঙ্গে গতি বাড়বে। তিন সপ্তাহ পার হলে আমরা তাকে পর্যবেক্ষণ করবো। সে হিসাবে আগামী ২২ তারিখ বিস্তারিত জানাতে পারবো।’ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজেই হয়তো আবার বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়াবেন মোস্তাফিজ। তবে ওয়ানডেতে তার খেলার বিষয়ে জোরালো আশার কথা শোনা গেলেও টেস্টে তাকে খেলিয়ে ঝুঁকি নেয়া হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের মতো পেসবান্ধব উইকেটে বাংলাদেশ দলের পেস বিভাগে ঘাটতি থেকেই যাবে। জাতীয় দলের হয়ে মোস্তাফিজুর রহমানের টি-টোয়েন্টি অভিষেক হয় গত বছর পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচেই তিনি আলো ছড়ান। এরপর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একই বছর তার ওয়ানডে ও টেস্ট অভিষেকও হয়। ১৩টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেললেও টেস্ট খেলেছেন মাত্র দুটি, তাও দেশের মাঠে। এবারই প্রথম তার সামনে সুযোগ এসেছে দেশের বাইরে টেস্ট খেলার। তবে শেষ পর্যন্ত ইনজুরি বাধা হয়ে দাঁড়ালে হয়তো আরো অপেক্ষা করতে হবে এই তরুণকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.