প্রতিযোগিতাটি মোবাইল ফোনের অ্যাপ তৈরির। আর এতে অংশ নিচ্ছেন দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর বুটক্যাম্প গতকাল শনিবার বসেছিল রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বুটক্যাম্প সারা দিনই ছিল জমজমাট। সকালে সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত দিয়ে শুরু হয় এ আয়োজন। বুটক্যাম্পের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। শিক্ষার্থীদের উদ্দেশে আবৃত্তির ঢঙে তিনি বলেন, ‘জ্ঞান বড় সম্পদ, চর্চায় বেড়ে যায়, থেমে গেলে নদীর মতো মরে যায়। তোমরা জ্ঞানের চর্চা করবে তো?’ শিক্ষার্থীরা হ্যাঁ সূচক জবাব দিলে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে ডিজিটাল করেছি। এখন তোমাদের দায়িত্ব বাংলাদেশকে এগিয়ে নেওয়া।’ উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর শিকদার, বিশ্বব্যাংকের প্রতিনিধি মোখলেসুর রহমান, এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, প্রযুক্তি উপদেষ্টা রাজেশ পালিতসহ অনেকে বক্তৃতা করেন। বুটক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল যাঁদের ধারণাপত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, তাঁদের অ্যাপ তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়া। দিনব্যাপী এ আয়োজনে প্রতিযোগীদের জন্য বেশ কটি অধিবেশন। প্রতিযোগীদের অনুপ্রেরণামূলক কথা শোনান বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান। বিভিন্ন অধিবেশনে অ্যাপের কারিগরি দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমী রাফসানজানি, গোল্ডেন ফর্গের রাকিব-উল-আলম, প্রথম আলো ডিজিটালের ব্যবস্থাপক (ডিজিটাল বিক্রয়) স্টিভ অ্যান্থনী জ্যাকব, রাজেশ পালিতসহ অনেকে।
এম এ মুবিন খান বলেন, এটি শুধু প্রতিযোগিতা নয়, নিজেদের তুলে ধরা এবং দক্ষতা বাড়ানোর একটি মাধ্যম। ২৫ থেকে ২৬ নভেম্বরে নির্বাচিত প্রতিযোগীরা বিচারকদের সামনে নিজেদের ধারণাপত্র উপস্থাপন করবেন। প্রতিযোগিতায় সেরা অ্যাপের জন্য রয়েছে ১০ লাখ টাকা পুরস্কার। ইএটিএল ও প্রথম আলো আয়োজিত এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বিশ্বব্যাংক ও কানাডা। সহযোগিতা করছে সরকারের আইসিটি বিভাগ ও চ্যানেল আই।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.