ফেনীতে ফারহানা আক্তার সুমী নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে মাথায় আঘাত করে ও মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। এমন অভিযোগে সোমবার সকালে মেয়েটির সৎমা বিবি মরিয়মকে আটক করেছে পুলিশ। নিহত সুমি ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া গ্রামের তারু বাড়ীর গ্রীস প্রবাসী নূর ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। নিহতের ভাই শাখাওয়াতুল ইসলাম সাজিদ জানায়, রোববার বিকালে তার বোন সুমী স্কুল থেকে বাড়ি আসার আগেই পূর্বে তার সৎমা মরিয়ম তাকে কৌশলে বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে কাজ আছে বলে পাঠিয়ে দেয়। রাতে সে বাড়ি ফিরলে তাকে জানানো হয় তার বোন সুমি বিষ পান করে ও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির সুমির এক স্বজন জানান, গত বছর সুমির মায়ের সাথে তার বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তার বাবা নতুন করে বিয়ে করে প্রবাসে চলে যায়। এ সময়ে সৎ মা সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। রোববার বিকেলে সৎ মা মরিয়ম সুমিকে ঘরে একা পেয়ে কাঠ দিয়ে মাথায় সজরে আঘাত করে। একপর্যয়ে সুমি মাটিতে লুটিয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। এতে সুমির মৃত্যু হলে মরদেহ ঘরের সিলিং এর সাথে গলায় ওলনা পেচিয়ে ঝুলিয়ে রাখে। স্থানীয়রা রাতে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেলা সদর হাসপাতালর মর্গে প্রেরণ করে। ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, সোমবার দুপুরে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তবে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ থাকায় ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমে কিছু জানতে তিনি অপারোগতা প্রকাশ করেন। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ জানান, পুলিশ ঘটনার বিস্তারিত জানতে সুমির সৎ মা’কে ব্যাপক জিঙ্গাসাবাদ করলে তিনি একেক সময় একেক রকম অসংগ্ন কথা বলে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.