বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরের ঢাকার প্রথম পর্ব শেষ হয়ে গেছে গতকাল। এবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। ১৭ই নভেম্বর থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে চার-ছক্কার লড়াই। চলবে ২২শে নভেম্বর পর্যন্ত। চট্টগ্রাম পর্বে প্রথম দিনই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। নিজ মাঠে চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবালের জন্য ম্যাচটি চ্যালেঞ্জেরই হবে। কারণ ঘরের মাঠে দর্শকদের সব সমর্থন পাবে ভাইকিংস। সেটি চাপ হয়েও দেখা দিতে পারে তামিমের জন্য। একই দিন সন্ধ্যায় মুশফিকুর রহীমের বরিশাল বুলসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। তবে শোনা গেছে এরই মধ্যে চট্টগ্রামের ম্যাচ গুলোতে সময় পরিবর্তন হতে পারে। জানা গেছে ২টার ম্যাচ ১টায় ও ৭টার ম্যাচ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াতে পারে। তবে তা এখনও নিশ্চিত হয়নি। এরই মধ্যে চট্টগ্রামে খেলার প্রস্তুতি নিতে ঢাকা ছেড়েছে তিন দল। বাকি চার দল আজ চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বে। গতকাল বিকাল ৩টায় চট্টগ্রামের পথে যাত্রা করে রংপুর রাইডার্স। এরপর বিকাল ৪টায় রওয়ানা করে খুলনা টাইটান্স। একই সময়ে রাজশাহী কিংস রওয়ানা হওয়ার জন্য ঢাকা ছাড়ে। খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘আমরা আজ (গতকাল) বিকাল চারটায় নভো এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম রওনা করবো। আশা করি ঢাকার চেয়ে চট্টগ্রাম পর্বে দল আরো ভালো করবে।’ ঢাকা পর্ব শেষ করা এ তিনটি দলের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। চার ম্যাচে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। রংপুর জিতেছে তিন ম্যাচের দুটিতে। সমান ম্যাচে রাজশাহী পেয়েছে একটি জয়। চট্টগ্রামে টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন ২০০ আর সর্বোচ্চ ২০০০ টাকা। তবে ২০শে নভেম্বরের খেলায় টিকিটের দাম অর্ধেক। পূর্ব গ্যালারি ২০০ হলেও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। ২৫শে নভেম্বর ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের শেষ পর্ব।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.