হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানাচ্ছেন মন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা -পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) কনফারেন্স অব পার্টিসের (কপ-২২) উচ্চ পর্যায়ের দুটি পর্বে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে মরক্কো গিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটে মেনারা বিমানবন্দরে অবতরণ করে। মেনারায় পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাক্কেশে ইউএনএফসিসির ২২তম এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিমানবন্দরে মরক্কোর জাতীয় শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ মন্ত্রী রচিড বেলমোখতার বিনাবদেল্লাহ, মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও বাংলাদেশ দূতাবাস ও মরক্কো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে হোটেল লা মামৌনিয়াতে নেয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন। শেখ হাসিনা জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার সকাল ১০টায় মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিশ্বের ৫০টিরও বেশি সরকার ও রাষ্ট্রপ্রধান বৈশ্বিক জলবায়ুর হুমকি মোকাবেলায় করণীয় নির্ধারণে অব্যাহতভাবে কাজ করে যাবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ সকালে কপ-২২’র উচ্চ পর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। বিকালে তিনি কপ-২২, সিএমপি-১২ (১২তম কনফারেন্স অব দ্য পার্টিস সারভিং এজ দ্য মিটিং অব দ্য পার্টিস অব দ্য কিয়োটো প্রটোকল) এবং সিএমএ-১ (ফাস্ট কনফারেন্স অব দ্য পার্টিস সারভিং এজ দ্য মিটিং অব দ্য পার্টিস অব দ্য প্যানিস এগ্রিমেন্ট) যৌথ উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতা করবেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও বন এবং পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজ দেশের অবস্থান তুলে ধরবেন এবং এ বিরাট চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও সমন্বিত প্রয়াস এগিয়ে নিতে এক প্রচারাভিযান জোরদার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। একইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর বাদশার দেয়া ভোজসভায় যোগ দেবেন। শেখ হাসিনা বুধবার দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত কপ-২২ শুরু হয়েছে। কপ-২১’ এ গৃহীত ঐতিহাসিক চুক্তির পর এটাই হচ্ছে প্রথম সম্মেলন। গত বছর ডিসেম্বরে প্যারিসে কপ-২১’র সম্মেলন হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.