এবারের অ্যাসোসিও সম্মেলনে ‘ক্রস বর্ডার’, ‘কমন প্ল্যাটফর্ম’, ‘কমোডিটিজাইশন’—এই বিশেষ বিশেষ শব্দ বেশি শোনা যাচ্ছে। আর সবকিছুই বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলানোর জন্য। ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন আর ব্যবহার বাড়াতে যেকোনো কিছু যেকোনো স্থান থেকে করা সম্ভব। আর তাই মিয়ানমারের ইয়াঙ্গুনে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থা অ্যাসোসিওর বার্ষিক সম্মেলন ‘অ্যাসোসিও আইসিটি সামিট ২০১৬’ শুরুর দিনেই গঠন করা হলো অ্যাসোসিও ই-কমার্স জোট। গতকাল মঙ্গলবার সকালে অ্যাসোসিও সামিট উদ্বোধনের পরই ‘অ্যাসোসিও ই-কমার্স অ্যালায়েন্স’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সংস্থার নবনির্বাচিত সভাপতি ডেভিড ওয়ান। তিনি বলেন, আগামী দিনে ডিজিটাল অর্থনীতিতে ই-কমার্স সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। অ্যাসোসিওর সদস্যদেশগুলোর যেকোনো ই-কমার্স প্রতিষ্ঠান এই জোটে যুক্ত হতে পারবে। এশিয়া মহাদেশের ১১টি বড় বড় ই-কমার্সভিত্তিক ওয়েবসাইট অ্যাসোসিওর এই জোটে যোগ দিয়েছে। জোটভুক্ত ই-কমার্স সাইটে এশিয়ার অন্যান্য দেশের ই-কমার্স সাইটগুলোর পণ্য বিক্রি করা যাবে, আবার উল্টোটাও হবে। ডেভিড ওয়ান বলেন, ই-কমার্সের জন্য ভৌগোলিক সীমারেখা যেন কোনো বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে জন্যই অ্যাসোসিওর এই উদ্যোগ। এ ছাড়া অ্যাসোসিও স্মার্টসিটি ও হিউম্যান ক্যাপিটাল নিয়েও কাজ করবে। সকালে ইয়াঙ্গুনে অ্যাসোসিও আইসিটি সম্মেলনের উদ্বোধন করেন মিয়ানমারের পরিবহন ও যোগাযোগমন্ত্রী উ থান জেমা। এ সময় তিনি বলেন, সরকারের বিভিন্ন কাজে এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স—উইটসার সভাপতি ইভান চো, অ্যাসোসিওর সভাপতি বুনরাক সারাগানান্দা, ডেভিড ওয়ানসহ অনেকে বক্তৃতা করেন। দুই দিনের এই সম্মেলনের আয়োজক এমসিএফ। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নিয়েছে। গতকাল সোমবার অ্যাসোসিওর ২০১৬-১৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক। আজ বুধবার সম্মেলনটি শেষ হবে।