চলতি আসরে সবেচেয়ে বড় রান তাড়া করে জয় কুড়ালো রাজশাহী। গতকাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তারা জয় কুড়ায় ১৮২ রান তাড়া করে। চট্টগ্রাামের জহুর আহমেদ স্টেডিয়ামে ইনিংসের ১ বল বাকি রেখে রাজশাহীর সংগ্রহ পৌঁছে ১৮৪/৭-এ। চলতি একেএস বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী কিংসের দ্বিতীয় জয়। আসরে রাজশাহী ২টি জয়ই দেখলো ঢাকার বিপক্ষে। অন্যদিকে টানা দ্বিতীয় হার দেখলো ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রামে আগের ম্যাচে খুলনা টাইটানসের কাছে হার দেখে ঢাকা। গতকাল ব্যাট হাতে বড় রানের পেছনে রাজশাহীর শুরুটা স্বস্তির ছিল না। দলীয় ১২ রানে উইকেট খোয়ান রাজশাহীর ওপেনার জুনাইদ সিদ্দিকী। পরে রাজশাহী কিংস সমর্থকদের চিন্তা বাড়ে ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমানকে সাজঘরে ফিরতে দেখে। এতে ঢাকার কৃতিত্বটা নাসির হোসেনের। গতকাল আসরের অন্যতম সেরা এক ক্যাচ তালুবন্দি করেন ঢাকা ডায়নামাইটস তারকা নাসির হোসেন। পেসার মোহাম্মদ শহীদের ডেলিভারিতে সজোরে ব্যাট হাঁকান সাব্বির। তবে সীমানা দড়ির একবারে কাছে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ লুফে নেন নাসির। এতে ৪ ওভার শেষে রাজশাহী কিংসের সংগ্রহ দাঁড়ায় ৩১/২-এ। তবে পরের সময়টা ছিল ঢাকা ডায়নাইটসের জন্য অশান্তির। তৃতীয় উইকেটে কাঁটায় কাঁটায় ১০০ রানের জুটি গড়েন মুমিনুল হক ও সামিত প্যাটেল। এবারের বিপিএল’র জুটিতে শতরানের পঞ্চম ঘটনা এটি। ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ব্যাটসম্যান সামিত প্যাটেল অর্ধশতক পূর্ণ করেন ২৪ বলে। আর নিজের উইকেট দেয়ার আগে ৩৯ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এতে সামিত প্যাটেল হাঁকান ৫টি বাউন্ডারি ও হাফডজন ছক্কা। ৩৮ বলে অর্ধশতক পূর্ণ করেন রাজশাহীর স্বদেশি ওপেনার মুমিনুল হক। ৪২ বলে ৫৮ রানের ইনিংসে মুমিনুল হাঁকান ৮টি চার ও একটি ছক্কা। তবে সহজ সমীকরণ রাজশাহী তারকাদের কঠিন করে তুলতে দেখা যায় আরো একবার। গ্ল্যামারাস শট হাঁকাতে গিয়ে পর পর দুই ওভারে উইকেট দেন মুমিনুল ও সামিত প্যাটেল। মোহাম্মদ শহীদের ডেলিভারিতে নাসির হোসেনের হাতে ক্যাচ দেন মুুমিনুল। আর ঢাকার বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানকে ক্রিজ ছেড়ে হাঁকাতে গিয়ে সরাসরি বোল্ড হয়ে যান সামিত প্যাটেল। এ সময় ২৫ বলে রাজশাহীর দরকার ছিল ২৯ রানের। তবে আরো একবার টালমাটাল হতে দেখা যায় রাজশাহী কিংসকে। অধিনায়ক ড্যারেন স্যামি, পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল ও আবুল হাসান রাজু উইকেট খোয়ালে শেষ ৫ বলে রাজশাহীর দরকার হয় ৯ রানের। কিংদের হাতে অক্ষত ছিল তিন উইকেট। ওভারের দ্বিতীয় বলে ফরহাদ রেজা বাউন্ডারি হাঁকালে জয়ের নাগালে পৌঁছে রাজশাহী। শেষ ২ বলে তিন রানের দরকার। বল মাটি কামড়ে সীমানা ছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। চলতি বিপিএল-এ সর্বাধিক ১৪ উইকেট শিকার শহীদের। আসরে ৬ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন খুলনা টাইটানসের স্বদেশি পেসার শফিউল ইসলাম চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। চলতি আসরে প্রথম ফিফটি হাঁকান ঢাকা ডায়নামাইটসের লঙ্কান ওপেনার কুমার সাঙ্গাকারা। ৪৬ বলে ৬৬ রান করেন তিনি। আরো একবার বিস্ফোরক ব্যাটিং দেখালেন ঢাকার লঙ্কান অলরাউন্ডার সিকুগে প্রসন্ন। গতকাল ১৬ বলের ইনিংসে ৩৪ রানে অপরাজিত থাকেন এ লঙ্কান। চার নম্বরে ব্যাট হাতে দুই বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান প্রসন্ন। আগের ম্যাচে খুলনা টাইটানসের কাছে ৯ রানে হার দেখে ঢাকা। তবে ওই ম্যাচে ১৮ বলে ফিফটি হাঁকান প্রসন্ন। বিপিএল’র ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ব্যক্তিগত অর্ধশতক। এমন শীর্ষ রেকর্ডে ২০১২-এর আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১৬ বলে ফিফটি হাঁকান বরিশাল বারনার্সের পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। গতকাল ঢাকা ডায়নামাইটস ওপেনার মেহেদী মারুফ করেন ৩৫ রান। এতে ১৮২/৪ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে ঢাকা ডায়নামাইটস। চলতি আসরে সর্বাধিক ২৪৪ রান মারুফের। দ্বিতীয় সর্বাধিক ২২৪ রান পেয়েছেন বরিশাল তারকা শাহরিয়ার নাফীস। রাজশাহীর বল হাতে ৩ ওভারের স্পেলে ২২ রানে দুই উইকেট নেন ফরহাদ রেজা। আসরের ৭ ম্যাচে তৃতীয় হার দেখলো ঢাকা ডায়নামাইটস। আর ৬ ম্যাচে দ্বিতীয় জয় কুড়ালো রাজশাহী। চলতি আসরে এর আগে বরিশাল বুলসের বিপক্ষে ১৯৪ রানের টার্গেটে তীরে গিয়ে তরী ডোবে রাজশাহীর। সাব্বির রহমানের ৬১ বলে ১২২ রানের বিস্ফোরক ইনিংস শেষে ১৮৮/৬ সংগ্রহ নিয়ে থেমে পড়ে রাজশাহী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.