ঢাকার ফুটবলে এক সময়কার সেরা দল ছিলো মোহামেডান। ঢাকা আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছে দেশের ঘরোয়া ফুটবলে। আন্তর্জাতিক ফুটবলেও ক্লাবটির পদচারণা ছিলো ঈর্ষা করার মতো। সেই মোহামেডান লীগ শিরোপা জেতে না অনেক বছর হলো। কিন্তু তাই বলে অবনমন! ক্লাবের দীর্ঘ ইতিহাসে এবার সেই লজ্জার শঙ্কার সামনে দাঁড়িয়ে ক্লাবটি। এবার প্রশ্নটাই উঠে গেল মোহামেডান কি শেষ পর্যন্ত অবনমন বাঁচাতে পারবে! তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ঐতিহ্যবাহী দলটির পক্ষে অবনমন বাঁচানো অনেক কঠিন। শেষ চার ম্যাচে মোহামেডান ঘরে তুলতে পেরেছে মাত্র দুটি পয়েন্ট। গত ম্যাচে বিজেএমসির সঙ্গে এগিয়ে থেকেও ২-২ ড্র। ২-০ গোলে হেরে গেল মুক্তিযোদ্ধার কাছে। এক সময়ে মোহামেডান লীগে ম্যাচ হারতো একটি বা বড়জোর দুটি। কিন্তু গত কয়েক বছর ধরে হার যেন নিত্যসঙ্গী। চলতি লীগে ১৬ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে সাদা-কালো শিবির। হেরেছে ছয়টিতে। ড্র করেছে আট ম্যাচে। অনেকদিন ধরেই প্রতিষ্ঠিত কোনো কোচও এখন নেই মোহামেডানে। জসিমউদ্দিন জোসি লীগের প্রথম পর্বের মাঝপথে দায়িত্ব ছাড়ার পর থেকে মোহামেডানের কোচ নিয়ে ধাঁধা চলছে। কাগজ-কলমে মিজানুর রহমান ডনকে কোচ বলা হচ্ছে, তবে অলিখিত কোচ আসলে ম্যানেজার আমীরুল ইসলাম বাবু। কিন্তু ম্যাচের পর নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলনেও আসেন না মোহামেডানের কেউ। অথচ পেশাদার লীগের শুরুর দুই মৌসুমে দারুণ দল গড়েছিলো সাদা-কালো শিবির। ২০০৬-২০০৭ ও ২০০৮ সালের ওই দুই মৌসুমে রানার্সআপ হয় তারা। পেশাদার লীগে এটাই সাদা-কালোদের সেরা সাফল্য। গেল মৌসুমে তৃতীয় হলেও আর বলার মতো সাফল্য নেই মোহামেডানের। এবারকার অবস্থাও আরো শোচনীয়। চলতি মৌসুমের ১৬ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ১৪। তাদের পরে আছে কেবল উত্তর বারিধারার ও সকার ক্লাব ফেনী। ১৬ ম্যাচে এই দুটি দলের পয়েন্ট ১৩ ও ১০। এই তিন দলের মধ্যে যে কোনো একটি দলের অবনমনের সম্ভাবনা আছে গত কয়েকটি ম্যাচে যে ধরনের ফুটবল খেলছে মোহামেডান, তাতে রেলিগেশন এড়ানো কঠিনই হবে ক্লাবটির। তারওপর শেষ ছয় ম্যাচ মোহামেডানের খেলতে হবে ব্রাদার্স, আবাহনী, আরামবাগ, শেখ জামাল, শেখ রাসেল ও বারিধারার সঙ্গে। এদের মধ্যে কেবল ব্রাদার্সের সঙ্গে প্রথম লেগে ড্র করেছিলো মোহামেডান। জিতেছিলো কেবল শেখ জামালের সঙ্গে। তবে সেকেন্ড লেগে জামালকে হারানো কঠিন হবে মোহামেডানের। পয়েন্ট টেবিলে মোহামেডানের নিচে থাকলেও সেকেন্ড লেগে ভালোই করছে উত্তর বারিধারা। প্রথম লেগের তলানিতে থেকে শেষ করা দলটি বিদেশি পরিবর্তনে সেকেন্ড লেগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ কারণেই রেলিগেশনের শঙ্কায় পড়েছে ক্লাবটি। লীগে মোহামেডানের ফল দল ফল রহমতগঞ্জ ১-১ চট্টগ্রাম আবাহনী ৪-২ সকার ক্লাব ফেনী ০-০ টিম বিজেএমসি ১-১ মুক্তিযোদ্ধা ২-২ ব্রাদার্স ২-২ আবাহনী ৩-০ আরামবাগ ০-০ শেখ রাসেল ১-০ শেখ জামাল ০-১ উত্তর বারিধারা ১-০ রহমতগঞ্জ ১-২ চট্টগ্রাম আবাহনী ১-০ সকার ক্লাব ১-১ টিম বিজেএমসি ২-২ মুক্তিযোদ্ধা ২-০
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.