জিনেদিন জিদানের চার পুত্র-রিয়াল মাদ্রিদের বিভিন্ন পর্যায়ে খেলেন। বড় পুত্র এনজো ফারনানদেজ রিয়াল মাদ্রিদের মূল দলে খেলার অপেক্ষায় ছিলেন বেশ কিছুদিন ধরে। ২০১৬-১৭ মৌসুম শুরু হওয়ার আগে রিয়ালের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে খেলেন তিনি। তবে এবার ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয়ে গেলো ২১ বছর বয়সী এ মিডফিল্ডারের। কোপা দেল রে’তে কুলতারাল লেওনেসার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইসকোর বদলি হিসেবে নামেন তিনি। আর মাঠে নামার ১৮ মিনিটের মাথায় বাবা ও কোচ জিদানের আস্থার প্রতিদান দেন তিনি। এই ম্যাচের হ্যাটট্রিকম্যান মারিয়ানো দিয়াজের পাস থেকে ৬৩ মিনিটে দারুণ এক গোল করেন। রিয়ালের হয়ে অভিষেকেই গোল করে উজ্জ্বল ফুটবল-ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছেন তিনি। তারা বাবা জিদান রিয়াল মাদ্রিদের হয়ে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ২৪৭ ম্যাচে করেন ৪৫ গোল। আর এ বছরের জানুয়ারি থেকে তিনি ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। এনজো জিদানের অভিষেকের ম্যাচে লেওনেসাকে ৬-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.