এপারের শাকিব খান ও কলকাতার শুভশ্রী বর্তমানে যৌথ প্রযোজনার নতুন ছবি ‘নবাব’-এর কাজ করছেন। শাকিব অভিনীত যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিতে কলকাতার শ্রাবন্তীকে ভালোভাবে গ্রহণ করে দুই বাংলার দর্শকরা। আর যে কারণে ছবিটি বিশ্বব্যাপী মুক্তিও দিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। মুঠোফোনে শাকিব খান বলেন, গত মাসে কক্সবাজারে টানা কয়েকদিন শুটিং শেষে বর্তমানে ভারতে ‘নবাব’ ছবির কাজ করছি। এই ছবিতেও ভিন্ন একটি লুকে দর্শকের সামনে হাজির হব। শুভশ্রী বেশ ভালো কাজ করছেন। তার সঙ্গে শুটিংয়ের বাইরে বেশ চমৎকার আড্ডা হচ্ছে। গল্পতেও চমক থাকছে। আমার বিশ্বাস, ‘শিকারী’ ছবির পর এ ছবিটিও বেশ পছন্দ করবেন দর্শকরা। এ ছবির শুটিংয়ে আরো কয়েকদিন ভারতে থাকতে হবে শাকিব খানকে। এরপর তিনি ঢাকা এসে হার্টবিট প্রোডাকশনের ব্যানারে নতুন ছবি ‘লাভ ম্যারেজ টু’-এর কাজে চুক্তিবদ্ধ হবেন। শাহিন সুমন পরিচালিত অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের ‘লাভ ম্যারেজ’ ছবিটি দর্শক বেশ পছন্দ করেছিল। সবশেষ গত কোরবানির ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি হচ্ছে শামিম আহমেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শুটার’। এরপর নতুন কোনো ছবি মুক্তি পায়নি তার। তবে আসছে ৯ই ডিসেম্বর শাকিব অভিনীত ‘ধূমকেতু’ নামে একটি ছবি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান। গত ১৪ই নভেম্বর ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন পরীমনি ও তানহা তাসনিয়া। ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। উল্লেখ্য, ‘নবাব’ শাকিবের যৌথ প্রযোজনার দ্বিতীয় ছবি। আর শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’-তে কাজ করেন। এ ছবিতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ। ছবিটি ভারতে খুব একটা ব্যবসা না করলেও বাংলাদেশে বেশ প্রশংসা পায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.