‘অ্যাওয়ার বাংলাদেশ’ স্লোগানে আগামী বছরের ৩ ও ৪ ফেব্রুয়ারি ঢাকার সামরিক জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘সোশ্যাল মিডিয়া এক্সপো-২০১৭’। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ও ভার্ব ইভেন্টস এর আয়োজক। রাজধানীর সামরিক জাদুঘর প্রাঙ্গণে বসবে এই আয়োজন। গত রোববার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সমাজের ও দেশের সম্পদের ক্ষতি করছে। কেউ আবার ভালো কাজ করছে শিক্ষা বিস্তারে, সচেতনতা গড়ে তুলতে। এ ধরনের ভালো কাজগুলোকে কীভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তা জানাতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশীদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের যে শক্তি, তা ব্যবহার করে আরও বেশি জনসম্পৃক্ততামূলক কাজ করতে চাই।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, সচেতনতা সৃষ্টির পাশাপাশি ইন্টারনেটের নানা ব্যবহার নিয়ে বিভিন্ন কার্যক্রম থাকবে। দুই দিনের সোশ্যাল মিডিয়া এক্সপোতে ছয়টি সেমিনার অনুষ্ঠিত হবে। সারা দেশে এই আয়োজন ছড়িয়ে দিতে প্রতি জেলা থেকে দুজন করে ১২৮ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। এ ছাড়া গুগল, ফেসবুক ও টুইটারের কয়েকজন প্রতিনিধির এতে অংশ নেওয়ার কথা রয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ভার্ব ইভেন্টসের প্রধান বিপণন কর্মকর্তা অমিতাভ বড়ুয়া বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক তথ্য জানিয়ে পরিচিতি পেয়েছেন, তাঁদের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের আরও বেশি সচেতন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিনেত্রী নওশীন, ভার্ব ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক সামিয়া আহমেদ, ইউটিউবার সালমান মুক্তাদির ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.