হলিউডের ছবির টেকনিক্যাল টিমে এর আগেও কয়েকজন বাংলাদেশি মেধাবী তরুণ সাফল্য দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার হলিউডের ব্যবসাসফল ছবি ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র (২০১৪) সিক্যুয়েলের ভিজ্যুয়াল ইফেক্টস টিমে কাজ করেছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা। মেথড ভিএফএক্স স্টুডিওর ভিএফএক্স প্রোডাকশন ম্যানেজার হিসেবে তিনি যুক্ত আছেন এর সঙ্গে। এ ছবিটির টিজার গত ৩রা ডিসেম্বর উন্মুক্ত হয়েছে ইউটিউবে। এর চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস চমকে দিচ্ছে সবাইকে। মাত্র এক দিনে এটি দেখা হয়েছে ৮ কোটি ১০ লাখ বার। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ৫ই মে। ২০০৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন ওয়াহিদ। তারপর কপি হেডের দায়িত্ব নিয়ে যোগ দেন বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশে। ২০১০ সালে কানাডায় ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়ায় ফিল্ম প্রোডাকশন বিষয়ে পড়ার জন্য ভর্তি হন। পরে ইন্টার্নশিপের জন্য মার্কিন প্রতিষ্ঠান এনবিসি ইউনিভার্সালে গিয়েছিলেন তিনি। ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়া থেকে গ্র্যাজুয়েশন শেষে তিনি যোগ দেন অ্যানিমেশন স্টুডিও বার্ডেলে। সেখানে কিছু কাজ করার পর তার চোখে পড়ে বিখ্যাত প্রতিষ্ঠান মুভিং পিকচার কোম্পানির (এমপিসি) নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করার সুযোগ পান এ মেধাবী তরুণ। এর অংশ হিসেবে ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন তিনি। আর এর মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ান। ওয়াহিদ সমপ্রতি যোগ দিয়েছেন বিখ্যাত প্রতিষ্ঠান মেথড ভিএফএক্স স্টুডিওতে। এটি কাজ করে মার্ভেল এন্টারটেইনমেন্টের সঙ্গে। এর অংশ হিসেবে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমে ছিলেন তিনি। আরো চমকের বিষয় হলো এবারের অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টসের সংক্ষিপ্ত তালিকায় ২০টি ছবির মধ্যে আছে উল্লিখিত তিনটি। এছাড়াও আর বিভিন্ন ছবি ও সিরিজের ভিজ্যুয়াল ইফেক্টস টিমে কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’ এবং হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্র’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.