‘ট্রিপল এক্স’ প্রোগ্রাম বা কর্মসূচি নামে আমেরিকায় একটি সার্ভিস চালু রয়েছে, যাতে প্রায় ৪০ লাখ নিম্নবিত্তের মানুষ বিনা খরচে অথবা কম খরচে স্বাস্থ্য পরিসেবা পেয়ে থাকেন। নতুন আইনে এটা পরিষ্কার বলা হয়েছে, রাজনৈতিক স্বার্থে কোনোভাবেই এই কর্মসূচি বন্ধ করা যাবে না। আমেরিকায় এমন অনেক অঙ্গরাজ্য আছে, যেখানে নিজস্ব কিছু আইন মেনে চলা হয়। এমন ১১টি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত গর্ভপাত বেআইনি বলে মানা হয়। তাই অনিচ্ছাকৃতভাবে সন্তান মাতৃগর্ভে চলে এলে বা পরীক্ষার পর যদি দেখা যায়, শিশুটির কোনো জটিল রোগ রয়েছে, সেক্ষেত্রেও মেলে না গর্ভপাতের অনুমতি। ‘প্ল্যান্ড প্যারেন্টহুড’ নামে আমেরিকার একটি অলাভজনক সংস্থার উদ্যোগে এমন বহু পরিবার উপকৃত হয়েছে। সংস্থাটি কম খরচে বা বিনা পয়সায় পুরুষ এবং নারীদের গর্ভনিরোধক সরবরাহ করে থাকে। সেই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, ক্যান্সার এবং এসটিআই স্ক্রিনিং পর্যন্ত করায়। এই সংস্থার বিরুদ্ধে বেশ কিছু অঙ্গরাজ্যে অভিযোগ করা হয়েছে, এদের ক্লিনিকে গর্ভপাত করানো হয়। সংস্থায় সরকারি সাহায্য হিসেবে যে অনুদান পেঁৗছে, তা দিয়েই এই ‘অনৈতিক’ কাজ করছে তারা। তবে সংস্থার প্রধান সিসেলি রিচার্ডস সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি সাহায্য থেকে পাওয়া কোনো অর্থ গর্ভপাতের জন্য ব্যবহৃত হয় না। এটি অপপ্রচার। তবে এই আইন প্রণয়ন? হলে আমেরিকার অসংখ্য মানুষ উপকৃত হবে। আর এটি করতে পারলে ওবামা প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এতে নিম্নবিত্তের নারীরা প্রয়োজনে গর্ভনিরোধক ব্যবহার করে ফ্যামিলি প্ল্যানিং (পরিবার পরিকল্পনা) করতে পারবেন। এছাড়া প্রয়োজনে ক্যান্সার স্ক্রিনিং করাতে পারবেন। এই আইন এটা পরিষ্কার করে দেবে যে, রাজনীতিকরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোটের জন্য নিজেদের এজেন্ডা ফলাতে গিয়ে সেই সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না, যার ওপর নারীদের অধিকার রয়েছে।’ উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে এই কর্মসূচির সমালোচনা করেছিলেন। তিনি যে পরিবার পরিকল্পনা এবং গর্ভপাতবিরোধী, তা বহুবার উচ্চকণ্ঠে ঘোষণাও করেছেন। তাই মনে করা হচ্ছিল, ক্ষমতায় এলে তিনি এই কর্মসূচি বন্ধ তো করবেনই, সেই সঙ্গে গর্ভপাত বা গর্ভনিরোধকের ব্যবহারও বেআইনি ঘোষণা করবেন। কিন্তু নতুন আইনের ফলে এই সম্ভাবনা আর থাকছে না। তাই প্রেসিডেন্ট বারাক ওবামা এই আইন প্রণয়ন করে নিজেকে ‘স্মরণীয়’ করে রাখার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.