টিভি নাটকে প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে মনির খান শিমুলকে দেখা যাচ্ছে না। এর কারণে হচ্ছে বিগত প্রায় পাঁচ মাস ধরে তিনি দেশের বাইরে ছিলেন। ফিরেছেন গত সপ্তাহে। দেশে ফেরার খবর পেয়েই পরিচালক নজরুল ইসলাম রাজু শিমুলের কাছে তার পরিচালনায় প্রচার চলতি ধারাবাহিক ‘সানফ্লাওয়ার’-এর একটি স্ক্রিপ্ট পাঠান। এতে কৃষিবিদ ইফতেখার চৌধুরীর চরিত্রটি পড়ে খুব ভালো লেগে যায় শিমুলের। আর তাতে অভিনয়েরও সম্মতি জানান তিনি। সেই ধারাবাহিকতায় গেলো সপ্তাহে ‘সানফ্লাওয়ার’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেন এ অভিনেতা। এতে তার সহশিল্পী ছিলেন তারিন ও অপূর্ব। মুরাদ আহমেদ রচিত এই ধারাবাহিকে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত মনির খান শিমুল। এ প্রসঙ্গে তিনি বলেন, এই ধারাবাহিকটিতে ইফতেখার চরিত্রটি অনেক ক্ষেত্রেই শিল্পীদের স্বপ্নের চরিত্রের মতোই। এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য শিল্পীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই কাজটি করে আমার বেশ ভালো লেগেছে। পরিচালক নজরুল ইসলাম রাজু জানান, ৩০ পর্বের পর থেকে ‘সানফ্লাওয়ার’-এ মনির খান শিমুলকে দেখা যাবে। ধারাবাহিকটি প্রতি বৃহস্পতি ও শুক্রবার এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হয়। প্রসঙ্গত, সর্বশেষ প্রায় তিন বছর আগে ফয়সাল রাজীবের নির্দেশনায় ‘পূর্বা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন শিমুল। আর সর্বশেষ তিনি গত রোজার ঈদে নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘মন জানালা’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছিলেন। আর তাতেই রাজুর কাজে মুগ্ধ হন শিমুল। এতেও সহশিল্পী ছিলেন তারিন ও অপূর্ব। এদিকে শিমুল সর্বশেষ সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ চলচ্চিত্রে অভিনয় করেন। . তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘একাত্তরের যীশু’। এরপর তিনি মতিন রহমানের ‘মহব্বত জিন্দাবাদ’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯০ সালে মোরশেদ চৌধুরী রচিত ও বরকত উল্যাহ পরিচালিত ‘টেনশন’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভি নাটকে শিমুলের অভিষেক ঘটে। এতে তার সহশিল্পী ছিলেন শমী কায়সার, জাহিদ হোসেন শোভন। পেপসির বিজ্ঞাপনে তিনি প্রথম মডেল হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি বসুন্ধরার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। মনির খান শিমুল নাট্যদল ‘থিয়েটার আরামবাগ’-এর হয়ে বেশ কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। শিমুল এখন আবারো নিয়মিত অভিনয়ে সময় দেবেন বলেই জানালেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.