চট্টগ্রামের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের কাছে জাল দলিলে দশমিক ৭৫ একর জমি বিক্রি করে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অপরাধে দুই প্রতারককে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. শাহজাহান কবিরের আদালত প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেন। দণ্ডিত প্রতারকরা হলেন-সীতাকুণ্ডের নড়ালিয়ার বাসিন্দা মো. সিরাজ ও মো. রকি। জামিন নিয়ে আসামিরা পলাতক রয়েছেন। সিএমএম আদালতের ব্যাঞ্চ সহকারী বলেন, সীতাকুণ্ড থানার নড়ালিয়া মৌজার দশমিক ৭৫ একর জমি স্মাট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএম এনার্জি লিমিটেড প্রতিষ্ঠানের কাছে ৩৩ লাখ টাকায় বিক্রি করেন ২ প্রতারক। ভুয়া ও জাল দলিল সৃজন করে তারা এ অপরাধ করেছেন। আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে গতকাল আসামি সিরাজ ও রকিকে তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৬শে নভেম্বর ৩৩ লাখ টাকা দিয়ে দশমিক ৭৫ একর জমি ক্রয় করেন বিএম এনার্জি লিমিটেডের এস্টেট অফিসার জাকির হোসেন। আসামিরা ২০১২ সালের ৪ঠা ডিসেম্বর ও ১৮ই ডিসেম্বর সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্টার্ড দলিল নম্বর ৯৩০২ এবং ২৬ নভেম্বর রেজিস্টার্ড দলিল নম্বর ৯৩০৩ বাদী এস্টেট অফিসার জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন আসামি সিরাজ ও রকিরা। পরে ওই বছরের ২০শে ডিসেম্বর ক্রয়কৃত জমিতে সরজমিনে গেলে এ জমির প্রকৃত মালিক ও দখলদাররা বিক্রি করেননি বলে জানান। এরপর জালিয়াতির বিষয়টি সবার সামনে আসে। এ ঘটনায় ২০১৩ সালের ১৭ই ফেব্রুয়ারি সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন বিএম এনার্জির এস্টেট অফিসার জাকির হোসাইন। পুলিশ তদন্ত শেষে আসামি সিরাজ ও রকিকে অভিযুক্ত করে ২০১৩ সালের ১৮ই জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপরই শুরু হয় মামলার বিচারিক কার্যক্রম।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.