অটিজমবিষয়ক পরামর্শক কমিটির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল বলেছেন, দুর্যোগকালে প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয়দান, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় তিনি এ কথা বলেন।
টাস্কফোর্সের আহ্বায়ক সায়মা হোসেন পুতুলের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, টাস্কফোর্সের সদস্যসচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার সচিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির কাঠামো পরিবর্তন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে কমিটির চেয়ারম্যান এবং সায়মা হোসেন পুতুলকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়।
সায়মা হোসেন পুতুল বলেন, প্রতিবন্ধীরা এমনিতেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। দুর্যোগে তারা আরো ঝুঁকিতে থাকে। তাই তাদের নিরাপদ আশ্রয়দান, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে। বিশ্বের সব দেশের প্রতিবন্ধী সংস্থাসহ বিদেশি এক হাজারের মতো অতিথিকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
সভায় ঢাকা সম্মেলনে গৃহীত আট দফা ঘোষণা, এর কর্মপন্থা নির্ধারণ ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভা শেষে শাহ্ কামাল বলেন, দেশে ১৫ লাখের মতো প্রতিবন্ধী আছে। এর ১০-১৫ শতাংশ জন্মগত প্রতিবন্ধী। বাকিরা বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে প্রতিবন্ধী হয়েছে। এ সংখ্যা দৃশ্যমান হারে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। প্রতিবন্ধীর কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র : বাসস।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.