নুসরাত ইমরোজ তিশা। এ বছর টিভি ও চলচ্চিত্রের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। বছরটিতে শামিম আহমেদ রনি পরিচালিত ‘রানা পাগলা-দ্য মেন্টাল’ ও অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ ছবির কাজ করছেন তিশা। ছবিটি নিয়ে তিনি মানবজমিনকে বলেন, এখন চট্রগ্রামে আছি। প্রচন্ড শীতের মধ্যে ‘হালদা’ ছবির শেষ অংশের কাজ চলছে এখানে। এ ছবিতে আমার চরিত্রের নাম হাসু। আমাকে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। ‘হালদা’ নদীকে ঘিরে দেশের মানুষের কাছে হালদাপাড়ের মানুষের জীবনের চিত্র তুলে ধরার চেষ্টা করছেন পরিচালক। অনেক ভালো একটি কাজ হচ্ছে। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। গত ঈদে তিশা অভিনীত ‘রানা পাগলা-দ্য মেন্টাল’ ছবিটি সারাদেশে মুক্তি পায়। এর কিছুদিন পর আবার অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিটি মুক্তি পায়। ছবি দু’টিতে তিশাকে যথাক্রমে শাকিব খান ও আরিফিন শুভর বিপরীতে অভিনয় করতে দেখা যায়। এ দু’টি ছবিসহ পুরো বছরের কাজের সাড়া জানতে চাইলে তিশা বলেন, আমার প্রতি বছরই ভালো কাটে। কারণ আমি প্রতি বছরের ভালো কিছু মোমেন্ট মনে করার চেষ্টা করি। খারাপ কিছু মনে করতে চাই না। তাই বলব, ভালোই কেটে যাচ্ছে এ বছরটা। এ বছরে আমার দু’টি ছবি মুক্তি পেয়েছে। আর বছর শেষে আরেকটি ছবি ‘হালদা’র কাজ শেষ করছি। তাই সব কাজ মিলে ভালোই সাড়া পেয়েছি। ১৯৯৫ সালে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুনকুঁড়ি’র মাধ্যমে নিজের জানান দিয়েছিলেন তিশা। পরবর্তীতে ‘এঞ্জেল ফোর’ নামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন। শুরুতে গান দিয়ে পরিচিত পেলেও এখন তিনি অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত। চ্যালেঞ্জিং সব চরিত্রে কাজ করতে পছন্দ করেন তিশা। পতিতাদের জীবন নিয়ে নির্মিত টেলিছবি ‘এক রাইতের স্বোয়ামী’-তে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে তাকে। টেলিছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। এছাড়া আবু হায়াত মাহমুদের ‘বোকাবাক্স’ শীর্ষক নাটকে একটি আইটেম গানে কাজ করেন তিনি। গানটির শিরোনাম ছিল ‘যতই ঘুড়ি উড়াও রাতে, নাটাই তো আমার হাতে’। এসব কাজ প্রচার হবার পর বেশ সাড়াও পেয়েছেন তিনি। তিশা বলেন, কোনো শিল্পীই সবসময় এক ধরনের চরিত্রে কাজ করতে চান না। আমিও তেমনই দেখেশুনে ভিন্ন ভিন্ন গল্পে চরিত্রের ভিন্নতা নিয়ে কাজ করার চেষ্টা করি। এ বছরের কাজগুলোর বেশ ভালো সাড়া পেয়েছি। আর বর্তমানে আমি ভক্তদের সঙ্গে ফেসবুকেও অ্যাকটিভ থাকার চেষ্টা করি। ভক্তদের ফিডব্যাক ফলোও করেন এ অভিনেত্রী। এদিকে তিশা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ ছবির কাজ শেষ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের গুণী অভিনেতা ইরফান খান। ছবিটি নিয়ে তিশা বলেন, এরইমধ্যে এ ছবির ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে। আর এ ছবিতে আমার ও ইরফান খানের একদমই ক্যাজুুয়াল অ্যাকটিং ছিল। তার সঙ্গে খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করেছি। ছবিতে ইম্প্রোভাইজেশনের কাজ ছিল অনেক। তবে ছবিতে কি কাহিনী থাকছে তা এখনই বলতে চাই না। ছবিটি কবে মুক্তি পাবে তাও বলতে চান না তিশা। এ ছবিটি নিয়ে তিশার ভাষ্যটা একটু ভিন্ন ধরনের। তিনি বলেন, শুধু এটুকু বলতে পারি এ ছবির ডাবিং শেষ হয়েছে। ছবি মুক্তির তারিখটা আমি জানি না। পরিচালক ও প্রযোজকের সিদ্ধান্তে এ ছবিটি মুক্তি পাবে। তবে ছবিটি সবাই পছন্দ করবেন বলে আশা করছি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.