বাংলাদেশ টেলিভিশন। ও দেশের প্রথম টেলিভিশন চ্যানেল। আর একমাত্র রাষ্ট্রীয় চ্যানেল। দেখতে দেখতে ৫১ পেরিয়ে ৫২ বছরে পা রাখতে যাচ্ছে চ্যানেলটি। আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন। এ উপলক্ষে বিটিভির রামপুরাস্থ সদর কার্যালয়ে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সে অনুষ্ঠানে বিটিভির সব শিল্পী, কলাকুশলী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, চ্যানেলটির বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ টেলিভিশনের সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানানো হয়। এতে উপস্থিত হয়ে চ্যানেলটির মহাপরিচালক হারুন-অর-রশীদ ২৫শে ডিসেম্বর ৫২ বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এটা কোনো প্রেস কনফারেন্স নয়। বিটিভি কারো নিজস্ব সম্পদ নয়। আমার আপনার সবার চ্যানেল। আগামী ২৫শে ডিসেম্বর বিটিভি ৫২তে পা রাখছে। এ উপলক্ষে আমরা সবাই একসঙ্গে কিছু সময় কাটাবো। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সবাই এতে অংশ নেবেন। আর অনুষ্ঠানটিতে সব শিল্পী কলাকুশলী ও বিটিভির সাবেক-বর্তমান কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক সবার উপস্থিতি কামনা করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিটিভির জেনারেল ম্যানেজার মো. মাছুদুল হক, অনুষ্ঠান বিভাগের উপ-পরিচালক সুরথ কুমার সরকার ও বার্তা বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন। এদিকে জন্মদিনের আয়োজন সম্পর্কিত তথ্য উপস্থাপন ছাড়াও আগামীকাল থেকে বাংলাদেশ টেলিভিশনে পাঁচমাত্রিক অনুষ্ঠান সম্প্রচারের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে। প্রথমবারের মতো বিটিভির অনুষ্ঠান সম্প্রচার হবে চ্যানেল ছাড়াও বাংলাদেশ বেতার ৮৮.৮ এফএম, রেডিও ভূমি, ফেসবুক, ইউটিউব ও টুইটারে। পাশাপাশি স্কাইপের মাধ্যমেও সরাসরি প্রচার চলতি অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে গান শুনতে অনুরোধ করা যাবে। বিটিভির এ নবযাত্রা শুরু হচ্ছে আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে ‘সুপ্রভাত বাংলাদেশ’ অনুষ্ঠানের মাধ্যমে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.