আইভী। আইভী। আইভী। ডা. সেলিনা হায়াত্ আইভী। এটা বাংলাদেশে এখন নতুন এক ইতিহাসের নাম। দেশে কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হওয়ার গৌরব অর্জন করেছিলেন ২০১১ সালের ৩০ অক্টোবর। পাঁচ বছর পর এসে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত। দেশে প্রথমবারের মত দলীয় মনোনয়ন ও প্রতীকে হওয়া সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার অর্জনও তার ভা্লারে। ইতিহাস এখানেই শেষ নয়। বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান (পরবর্তীতে মেয়র) এবং এরপর সিটি করপোরেশনের মেয়র হিসেবে সব মিলিয়ে টানা প্রায় ১৩ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। এখন এরসঙ্গে যুক্ত হল বিরতিহীন আরও পাঁচ বছর। ফলে আগামী পাঁচ বছরের মাথায় নারায়ণগঞ্জ সিটির ‘অভিভাবক’ হিসেবে আইভীর মেয়াদ হবে একটানা ১৮ বছর। আইভীর বাবা মরহুম আলী আহমদ চুনকাও ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.