কোস্টগার্ড ও স্থানীয়দের ভাষ্যমতে, চার দিন আগে কক্সবাজারের সুলতান আহমেদ সওদাগরের মালিকাধীন মাছধরার ট্রলারটি নিয়ে ১৪ মাঝিমাল্লার বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার তারা সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্ব-দক্ষিণে সাগরের মৌলভীশীল এলাকায় মাছ ধরতে জাল ফেলে। হঠাৎ মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ ট্রলারটিকে ধাওয়া করে গুলি চালায়। এসময় জাল ফেলে পালিয়ে আসার সময় ছয় জেলে গুলিবিদ্ধ হন। পরে বিকেল ৫টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন ঘাটে পৌঁছলে স্থানীয় লোকজন ও কোস্টগার্ডের সহযোগিতায় গুলিবিদ্ধদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
এদিকে, রাত ৮টার দিকে ওই জেলেদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. শোভন দাস সমকালকে বলেন, ‘গুলিবিদ্ধ জেলেদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.