‘রূপবান’খ্যাত নায়িকা সুজাতার এখন অনেক অবসর। একমাত্র ছেলে ফয়সাল আজিমের দুই ছেলে ফারদিন আজিম ও আবিয়াদ আজিমের সঙ্গেই সময় কাটে তার। চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে নেই তেমন ব্যস্ততা। যে কারণে সময় কাটছে একরকম ছুটির আমেজেই। কিন্তু খ্যাতিমান এই নায়িকা এখনো অভিনয়ে যথেষ্ট সমর্থ। আর তাই চলচ্চিত্রে এবং নাটকে অভিনয়ে নিয়মিত হওয়ার বাসনা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের কাছে। যদিও মাঝে মাঝে কিছু চলচ্চিত্রে ও নাটকে অভিনয় করেন কিন্তু তাতে তৃপ্ত নন সুজাতা। তিনি অভিনয়ে নিয়মিত হতে চান। যে কারণে চলচ্চিত্র এবং নাটকের নির্মাতাদের কাছে বিশেষ অনুরোধ করেছেন যদি তাকে নিয়ে কাজ করার সুযোগ থাকে তাহলে অবশ্যই যেন তার চরিত্রানুযায়ী কাজ করার সুযোগ দেয়া হয়। সুজাতা বলেন, একটা সময় প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল। কিন্তু এখন সেই বয়সও নেই, সময়ও নেই। তবে কাজ করার মতো প্রবল ইচ্ছে আছে আমার। শারীরিকভাবেও সুস্থ আমি। তাই অবসরকে ছুটি দিয়ে কাজে নিয়মিত হতে চাই। আশা করি চলচ্চিত্র ও নাটকের নির্মাতারা আমার অবসরকে ছুটি দিয়ে আমাকে কাজে নেবেন। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। এতে ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করে তন্দ্রা মজুমদার নামক এক কিশোরী। পরিচালক সালাহউদ্দিন এই তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়ে আছেন দর্শক হৃদয়ে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা এই সুজাতা। মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন এই মাধ্যম থেকে। তবে প্রাণের টানে ফিরেও এসেছেন অভিনয়ে। এখন অবসর আর অভিনয় দুই মিলিয়েই সময় কাটছে তার। নায়িকা হিসেবে সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘রূপবান’, ‘ডাক বাবুু, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি। ১৯৭৭ সালে তিনি সর্বশেষ নায়িকা হিসেবে রহিম নেওয়াজ পরিচালিত ‘রাতের কলি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন। বাংলাভিশনে হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘রঙ্গের দুনিয়া’ সুজাতা অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। এরপর তিনি একই পরিচালকের ‘বয়রা পরিবার’, ‘লাল পাহাড়’, ‘সাক্ষী দুর্বল’ ধারাবাহিকে অভিনয় করেন। হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘চাপাবাজ’ তার বর্তমানের প্রচার চলতি একমাত্র ধারাবাহিক নাটক।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.