২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতিতে ব্যাপক সাড়া দেয় নতুন প্রজন্মের ভোটাররা। সে নির্বাচনে নিরঙ্কুশসংখ্যা গরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।
‘ডিজিটাল বাংলাদেশ’ গত ৮ বছরে অনেক সাফল্য দেখালেও স্বয়ং আওয়ামী লীগের অধিকাংশ এমপি, মন্ত্রীরা এখনো নিজেদেরকে ডিজিটাল করতে পারেননি। তাদের অনেককে তথ্যপ্রযুক্তির এই যুগেও ফেসবুক বা ইমেইলেও পাওয়া দুষ্কর।
বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচিত ৩’শ এবং সংরক্ষিত ৫০টি নারী আসনের এমপিদেরকে জনগণের মুখোমুখি করতে এবার আসছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘আমার এমপি ডট কম’ নামের একটি সাইট। কেউ যদি কোনো বিষয়ে জানতে বা জানাতে চান তাহলে এই ওয়েবসাইটে পাঠিয়ে দিলেই যে এমপিকে প্রশ্নটি করছেন তিনি পেয়ে যাবেন।